মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০১৭, ১১:৪৫:০১

৩০ জানুয়ারি প্রত্যেক ভারতীয়কে ২ মিনিটের জন্য এই কাজটি করতেই হবে!

৩০ জানুয়ারি প্রত্যেক ভারতীয়কে ২ মিনিটের জন্য এই কাজটি করতেই হবে!

আন্তর্জাতিক ডেস্ক : ৩০ জানুয়ারি প্রত্যেক ভারতীয়কে ২ মিনিটের জন্য নীরবতা পালন করতে হবে। সকাল ১১টার সময়ে এই কাজ করার নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। প্রতিটি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের প্রশাসনকে বাধ্যতামূলকভাবে এই নির্দেশ পালন করতে হবে বলে জানানো হয়েছে। খবর ওয়ানইন্ডিয়ার।

প্রতিবছর ৩০ জানুয়ারি জাতীয় শহিদ দিবস হিসাবে পালন করা হয়। এইদিনে ১৯৪৮ সালে জাতির জনক মহাত্মা গান্ধীর হত্যা হয়েছিল। সেজন্য দিনটিকে মাথায় রেখে শহিদদের সম্মান জানায় কেন্দ্র।

জানা গিয়েছে, ওইদিনে রাষ্ট্রপতি প্রণব মুখার্জী, উপ-রাষ্ট্রপতি মোহাম্মদ হামিদ আনসারি, প্রতিরক্ষামন্ত্রী মনোহর পার্রিকর, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং সহ অনেকে রাজঘাটে গান্ধী সমাধিতে উপস্থিত হয়ে শ্রদ্ধা্ জানাবেন। সেইসঙ্গে সারা দেশে নীরবতা পালিত হবে।

প্রসঙ্গত, এবছরই প্রথম নয়, প্রতিবারই কেন্দ্রের তরফে উদ্যোগ নিয়ে ৩০ জানুয়ারি নীরবতা পালন করা হয়। আগে সেনা ও প্রশাসনিক স্তরে এই নিয়ম পালন করা হতো। সকাল ১১টা থেকে ২ মিনিট প্রশাসনিক স্তরে বন্ধ করা হতো। তবে এখন আমজনতাকেও ৩০ জানুয়ারি সকালে ২ মিনিটের জন্য নীরব থাকতে হবে।

২৪ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে