বুধবার, ২৫ জানুয়ারী, ২০১৭, ০৫:২৪:৫৮

মোদিকে ট্রাম্পের ফোন, কথা হল দু’জনের

মোদিকে ট্রাম্পের ফোন, কথা হল দু’জনের

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট পদে হিলারি ক্লিনটনকে হারিয়ে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর যে বিশ্ব নেতারা তাঁকে ফোন করছিলেন, তাঁদের প্রথমসারিতেই ছিলেন নরেন্দ্র মোদি। মোদি ছিলেন পঞ্চম ব্যক্তি। ৪৫তম মার্কিন প্রেসিডেন্ট পদে শপথগ্রহণের চার দিন পর সেই সৌজন্যের কথা মাথায় রেখেই হোয়াইট হাউস থেকে ভারতের প্রধানমন্ত্রীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প।

হোয়াইট হাউজের প্রেস সচিব সিয়ান স্পাইসার মঙ্গলবার রাতে জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ফোনে নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেছেন। ২০ জানুয়ারি প্রেসিডেন্ট পদে শপথগ্রহণের পর থেকে এ পর্যন্ত নরেন্দ্র মোদিকে নিয়ে পাঁচ বিদেশি নেতার সঙ্গে কথা বললেন ট্রাম্প।

সূত্রের খবর, দু’জনের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। তবে, কী কী বিষয়ে দুই রাষ্ট্রপ্রধানের কথা হয়েছে, তা জানা যায়নি।-এই সময়

২৫ জানুয়ারি, ২০১৭/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে