বুধবার, ২৫ জানুয়ারী, ২০১৭, ০৮:৫৩:০২

ইয়েমেনে ভয়াবহ লড়াই, ২৪ ঘণ্টায় নিহত ৪০

ইয়েমেনে ভয়াবহ লড়াই, ২৪ ঘণ্টায় নিহত ৪০

আন্তর্জাতিক ডেস্ক : লোহিত সাগর উপকূলে অবস্থিত ইয়েমেনের একটি গুরুত্বপূর্ণ বন্দর দখলের ভয়াবহ লড়াইয়ে সরকারি সৈন্য ও বিদ্রোহী মিলিয়ে অন্তত ৪০জন নিহত হয়েছে। সামরিক বাহিনীর কর্মকর্তারা মঙ্গলবার একথা জানিয়েছেন।

সরকার অনুগত বাহিনী সোমবার জানিয়েছিল, তারা প্রায় তিন সপ্তাহের লড়াইয়ে ইয়েমেনের দক্ষিণ-পশ্চিম উপকূল থেকে হুতি বিদ্রোহী ও তাদের মিত্রদের হটিয়ে দিয়ে মোখাবন্দরটি দখল করে নিয়েছে। তবে তাদের সঙ্গে মোখার দক্ষিণ-পশ্চিম প্রান্তে লুকিয়ে থাকা বিদ্রোহীদের গুলি বিনিময় হয়েছে।

সামরিক বাহিনী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার) অন্তত ২৮ বিদ্রোহী ও ১২ সরকারি সৈন্য নিহত হয়েছে। এতে করে অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত নিহতের সংখ্যা প্রায় ২০০ দাঁড়াল জনে।

এক সামরিক কর্মকর্তা এএফপিকে বলেন, উল্লেখযোগ্য সংখ্যক প্রাণহানি সত্ত্বেও হুতি বিদ্রোহীরা এখনো মোখার কেন্দ্রস্থলে অবস্থান করছে। এদিকে বিদ্রোহীরা সরকার অনুগত বাহিনীর অগ্রযাত্রাকে মন্থর করে দিয়েছে বলেও খবর পাওয়া গেছে।

উল্লেখ্য, ৭ জানুয়ারি ধুবাব জেলা পুনরুদ্ধারে অভিযান শুরু করে দেশটির প্রেসিডেন্ট আবেদ্রাবো মানসুর হাদির অনুগত সেনারা।
২৫ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে