বুধবার, ২৫ জানুয়ারী, ২০১৭, ১১:১৪:০৭

ট্রাম্পকে মৃত্যুপুরী সিরিয়ীয় ছোট্ট শিশুর খোলা চিঠি, হৃদয়গ্রাহী আবেদন

ট্রাম্পকে  মৃত্যুপুরী সিরিয়ীয় ছোট্ট শিশুর খোলা চিঠি, হৃদয়গ্রাহী আবেদন

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের নানা দায়িত্ব পালনে ব্যস্ত তিনি। সে ব্যস্ততার মধ্যেই তার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলো যুদ্ধবিধ্বস্ত ছোট শিশু বারা আলাবেদ। প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে সে পাঠিয়েছে খোলা চিঠি।

চিঠিতে সে লিখেছে, আমি জানি আপনি আমেরিকার প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। আপনি কি দয়া করে সিরিয়ার শিশু ও জনগণের জীবন রক্ষা করবেন? আপনার অবশ্যই সিরিয়ার শিশুদের জন্য কিছু করা উচিত। কারণ এ শিশুরা আপনার সন্তানের মতোই। তারাও আপনাদের মতোই শান্তিতে থাকার অধিকার রাখে।

আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিতে প্রকাশিত হয়েছে এ তথ্য। ট্রাম্পের অভিষেকের আগের দিন এ চিঠি লিখেছে আলাবেদ। বিবিসি’র কাছে বানা আলাবেদের মা এ চিঠিটি পাঠিয়েছে বলে জানা গেছে।

সিরিয়ার আলেপ্পোর পূর্বাঞ্চলে বসবাস করত বানা আলাবেদ ও তার পরিবার। আলেপ্পো দখলের লড়াই চলাকালে ডিসেম্বর মাসে পরিবারের সঙ্গে আলেপ্পো ছেড়ে তুরস্ক চলে যায় আলাবেদ। অবরুদ্ধ আলেপ্পোর পরিস্থিতি তুলে ধরে নানা ধরনের টুইট করে পরিচিত হয়ে ওঠে আলাবেদ।

চিঠিতে আলাবেদ আরো লিখেছে, আলেপ্পোতে আমি স্কুলে যেতাম। কিন্তু এটা বোমা বর্ষণের কারণে ধ্বংস হয়ে গেছে। আমার অনেক বন্ধুও মারা গেছে। তাদের মৃত্যুতে আমি খুব কষ্ট পেয়েছি। আমি আলেপ্পোতে খেলতে পারতাম না, এটা ছিল একটি মৃত্যুপুরী। এখন আমি তুরস্কে আমাদের নতুন বাড়িতে শান্তিতে আছি।

প্রেসিডেন্ট ট্রাম্পের বন্ধু হতে চেয়ে আলাবেদ লিখেছে, আপনি যদি আমাকে প্রতিশ্রুতি দেন সিরিয়ার শিশুদের জন্য কিছু করবেন, তবে আমি আপনার নতুন একজন বন্ধু। আপনি সিরিয়ার শিশুদের জন্য কী করবেন তা দেখার জন্য আমি অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি।
২৫ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে