বুধবার, ২৫ জানুয়ারী, ২০১৭, ১২:৫০:০৩

ঐতিহাসিক বাবরি মসজিদ এলাকায় রামমন্দির করার ঘোষণা হিন্দুত্ববাদী বিজেপির

ঐতিহাসিক বাবরি মসজিদ এলাকায় রামমন্দির করার ঘোষণা হিন্দুত্ববাদী বিজেপির

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশে ক্ষমতায় এলে অযোধ্যার বাবরি মসজিদ এলাকায় রামমন্দির গড়ে তোলা হবে বলে ঘোষণা দিয়েছে দেশটির ক্ষমতাসীন হিন্দুত্ববাদী দল বিজেপি। উত্তরপ্রদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম দফার নির্বাচনের আগে ফের হিন্দুত্বের তাস খেলল দলটি।

মোট সাত দফায় উত্তরপ্রদেশে ভোট। যার প্রথম দফা আগামী ১১ ফেব্রুয়ারি।

উত্তরপ্রদেশে সংগঠনের প্রধান কেশবপ্রসাদ মৌর্য মঙ্গলবার সাংবাদিকদের বলেন, রামমন্দির একটা বিশ্বাসের বিষয়। দু-মাসের মধ্যেই যে মন্দির গড়ে উঠবে, তা নয়। তবে, নির্বাচনের পর মন্দির গড়ে তোলা হবে। অবশ্যই যদি বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় আসে।

বিতর্কিত রাম জন্মভূমি-বাবরি মসজিদ অঞ্চলে যে অস্থায়ী মন্দির রয়েছে, তার প্রধান পুরোহিত আচার্য সতেন্দ্র দাস গত সপ্তাহেই জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের যদি প্রতিশ্রুতি দেন বিজেপি ক্ষমতায় এলে, রামমন্দির গড়ে তোলা হবে, তাহলে আমরা বিজেপিকেই সমর্থন করব।

তিনি আরো বলেন, এ জন্য মোদীর একবার অযোধ্যায় আসা উচিত। তাকে অযোধ্যায় এসে আশ্বস্ত করে জানাতে হবে, ক্ষমতায় এলে রামমন্দির গড়ে দেবেন। তা হলেই আমরা হিন্দুদের জানাবো, বিজেপিকে দরাজহস্তে ভোট দিন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
২৫ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে