বুধবার, ২৫ জানুয়ারী, ২০১৭, ০২:২০:০৮

মুসলমানদের বিরুদ্ধে ট্রাম্পের অ্যাকশন শুরু, মুসলিম দেশগুলোর ভিসা বাতিলে আজই স্বাক্ষর!

মুসলমানদের বিরুদ্ধে ট্রাম্পের অ্যাকশন শুরু, মুসলিম দেশগুলোর ভিসা বাতিলে আজই স্বাক্ষর!

আন্তর্জাতিক ডেস্ক : নির্বাহী আদেশে এবার মুসলিম দেশগুলোর ওপর সত্যি সত্যিই নিষেধাজ্ঞা জারির প্রক্রিয়া শুরু করছেন ট্রাম্প। এর আগে নির্বাচনী প্রচারণায় বরাবরই মুসলিম বিদ্বেষী মনোভাব প্রকাশ করেছেন ট্রাম্প। শুধু তাই নয় যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশ নিষেধ করা হবে বলেও ঘোষণা দিয়েছিলেন এই মার্কিন প্রেসিডেন্ট। খবর এক্সপ্রেসের।

ইতোমধ্যেই বেশ কিছু নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন ট্রাম্প। আরো কিছু নির্বাহী আদেশেও সাক্ষর করার কথা রয়েছে তার। এর মধ্যে মুসলিম দেশগুলোর যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা সংক্রান্ত একটি আদেশও রয়েছে।

মুসলমি দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা শরণার্থী এবং অভিবাসীদের সংখ্যা সীমিত করা হবে। শুধু তাই নয় ইরাক, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া এবং ইয়েমেনের শরণার্থী এবং অভিবাসীরা যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার সুযোগ হারাতে পারেন। তাদের ভিসার ওপরও নিষেধাজ্ঞা জারি করবেন ট্রাম্প।

বুধবার এই নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন ট্রাম্প। নির্বাচনী প্রচারণায় ট্রাম্প প্রতিজ্ঞা করেছিলেন তিনি দেশের সুরক্ষার জন্য মুসলিমদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করবেন। সেসময় প্যারিস হামলার ঘটনাকে কেন্দ্র করে সিরিয়ার ১০ হাজার শরণার্থীকে আশ্রয় দেয়ায় ওবামার সমালোচনা করেন তিনি।

শপথ গ্রহণের পরপরই ওবামা কেয়ার এবং টিপিপি চুক্তি বাতিল এবং এক সঙ্গে ৮০ জন রাষ্ট্রদূতকে বরখাস্ত করেছেন নতুন এই মার্কিন প্রেসিডেন্ট।
২৫ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে