আন্তর্জাতিক ডেস্ক : ধর্মীয় সম্প্রীতির পীঠস্থান আমাদের এই উপমহাদেশ। নানা ধর্মের মানুষের মধ্যেও সম্প্রীতির বহু নজির আগেও রয়েছে এই উপমহাদেশে। কিন্তু এবার সেই সম্প্রীতির নজির উপমহাদেশের গণ্ডি পেরিয়ে পাড়ি দিচ্ছে মধ্যপ্রাচ্যেও। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিন।
মধ্য প্রাচ্যের সৌদি আরবে এক মুসলিম নাগরিকের সৌজন্যে সম্প্রীতির এক অনন্য নজির হতে চলেছে। সংযুক্ত আরব আমিরাতে এবার পাকাপাকি ভাবে স্থাপিত হতে চলেছে স্বামীনারায়ণ মন্দির। সেই দেশের এক নাগরিকের সৌজন্যেই এই অসাধ্যসাধন হতে চলেছে।
শ্রী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা সংযুক্ত আরব আমিরাতে মন্দির স্থাপন করতে চলেছে। এবং এক মুসলিমের দান করা জমিতেই এই মন্দির তৈরি হবে। দীর্ঘদিন ধরেই সেখানকার প্রবাসী ভক্তদের কথা মাথায় রেখে মন্দির নির্মাণের চিন্তা ভাবনা করছিল ওই সংস্থা।
সূত্রের খবর, এক আরব ব্যবসায়ী ওই মন্দির নির্মাণের জন্য পাঁচ একর জমি দান করছেন একটি মসজিদ লাগোয়া ওই জমিতেই তৈরি হবে স্বামীনারায়ণ মন্দির যদিও ওই দেশে মূর্তি পুজা নিষিদ্ধ, তাই আপাতত মন্দিরের ভিতরে ভগবানের ছবি রেখেই চলবে পূজার্চনা। স্বামীনারায়ণ সংস্থা জানিয়েছে, কথাবার্তা চলছে, সব ঠিক থাকলে মন্দির তৈরির কাজ শুরু হবে।
২৫ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসএস