বুধবার, ২৫ জানুয়ারী, ২০১৭, ০৭:১৯:৫৯

আরও মজবুত হবে ভারত-মার্কিন সম্পর্ক : মোদিকে ফোনে ট্রাম্প

আরও মজবুত হবে ভারত-মার্কিন সম্পর্ক : মোদিকে ফোনে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এসময় ভারতে আসার জন্য মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে আমন্ত্রণও জানায় মোদি। ভারতের প্রধানমন্ত্রী দফতরের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংবাদসংস্থা এএনআই।

ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও মজবুত কী করে করা যায়, সে বিষয়েই মোদির সঙ্গে ট্রাম্পের দীর্ঘ সময় কথা হয়েছে বলে জানা যায়। ভারতের প্রধানমন্ত্রীকে আমেরিকায় আমন্ত্রণ জানানোর পাশপাশি, ভারতের সঙ্গে অর্থনৈতিক এবং সামরিক দিক সম্পর্ক আরও মজবুত করার কথা বলেছে ডোনাল্ড ট্রাম্প।

সবকিছু মিলিয়ে আগামী দিনে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক যে আরও দৃঢ় হতে চলেছে, সে বিষয়ে আশা করছে কূটনিতিক মহল।

গত নভেম্বরে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর, যে ৫ জন রাষ্ট্রনেতা ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছিলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছিলেন তাদের মধ্যে অন্যতম। ৪৫তম মার্কিন প্রেসিডেন্ট পদে শপথগ্রহণের চার দিন পর সেই সৌজন্যের কথা মাথায় রেখেই হোয়াইট হাউস থেকে ভারতের প্রধানমন্ত্রীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প।

২৫ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে