আন্তর্জাতিক ডেস্ক : কাবুলিওয়ালার ছদ্মবেশে আফগান পাসপোর্ট ব্যবহার করে জঙ্গিদের ভারতে ঢোকাচ্ছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই৷ ভারতের প্রজাতন্ত্র দিবসে কলকাতা, দিল্লি, মুম্বাই ও হায়দরাবাদ-সহ গুরুত্বপূর্ণ শহরগুলিতে নাশকতা চালাতেই এই ছক কষেছে পাকিস্তান৷
ভারতের গোয়েন্দাদের কাছে এই চাঞ্চল্যকর খবর আসার পরই প্রতিটি গুরুত্বপূর্ণ শহরে বাড়তি নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে৷ সতর্ক করা হয়েছে সংশ্লিষ্ট সব রাজ্য সরকারগুলিকে৷ আকাশ থেকে হামলার আশঙ্কা রয়েছে সবচেয়ে বেশি৷ কেন্দ্রীয় গোয়েন্দাদের অনুমান, আগামিকাল লালকেল্লায় চপার বা বিমান ব্যবহার করে পেন্টাগন হামলার ধাঁচে লালকেল্লাতে হামলা চালাতে পারে লস্কর জঙ্গিরা৷
আকাশপথে হামলা রুখতে এবারই প্রথম সাধারণতন্ত্র দিবসে ‘অ্যান্টি ড্রোন টেকনোলজি’ ব্যবহার করা হচ্ছে নিরাপত্তার খাতিরে৷ যাতে সন্দেহভাজন কোনও বস্তু আকাশে দেখলেই সেগুলিকে গুলি করে নামিয়ে আনা যায়৷ সকাল ১০টা ৩৫ মিনিট থেকে ১২টা ১৫ মিনিট পর্যন্ত সব রকম বিমান ওঠানামা বন্ধ রাখা হচ্ছে দিল্লিতে৷
লালকেল্লা-সহ দিল্লির প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে, উঁচু বাড়ির ছাদে অ্যান্টি এয়ারক্র্যাফট মেশিনগান নিয়ে মোতায়েন থাকবেন সেনারা৷ ইতিমধ্যেই রাজধানীর প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বাড়ানো হয়েছে৷ ভারত-পাক সীমান্তের পাশাপাশি ভারত-বাংলাদেশ সীমান্তেও চলছে কড়া টহল, যাতে বাংলাদেশ থেকে কোনও জঙ্গি ভারতে প্রবেশ করতে না পারে৷ সে বিষয়টিতেও নজর দেওয়া হয়েছে৷
সুরক্ষা প্রসঙ্গে বুধবার সকালে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রকে জরুরি বৈঠকে বসেন এনএসএ, আইবি, ‘র’-এর গোয়েন্দারা৷ নয়াদিল্লিতে কুচকাওয়াজের সময় রাজধানীতে বিশেষ সতর্কতার পাশাপাশি সব রাজ্যকে নিরাপত্তা আঁটসাঁট করার নির্দেশ দিয়েছে ভারত৷ রেল-বিমান-নৌপথেও কড়া নজর রাখা হচ্ছে৷ জঙ্গি সন্দেহে আটকদের জেরা করে এনআইএ কর্তারা জানতে পেরেছেন, জনবহুল এলাকায় বিস্ফোরণ ঘটিয়ে সাধারণ মানুষকে মারার পরিকল্পনার পাশাপাশি রাজনীতিবিদ ও সরকারি আমলারাও তাদের টার্গেট৷
নয়াদিল্লির পাশাপাশি কলকাতার রেড রোড থেকে শুরু করে শহরজুড়ে আঁটসাঁট নিরাপত্তা৷ জরুরিভিত্তিতে দেশজুড়ে চলছে গাড়ি পরীক্ষা৷ এ কাজে অতিরিক্ত পিকেট ও কুইক রেসপন্স টিম তৈরি করা হয়েছে৷ নয়াদিল্লি, মুম্বাইয়ের পাশাপাশি কলকাতাতেও একইভাবে নজরদারি চালানো হচ্ছে৷ অন্যান্য রাজ্য থেকে কলকাতায় ঢোকা ও বেরনোর রাস্তায় থাকছেন প্রচুর পুলিশ ও গোয়েন্দাকর্তারা৷
রাজধানী নয়াদিল্লিতে এক হাজার শুটার, ৫৯ হাজার নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে৷ এর মধ্যে ১৫ হাজার আধাসামরিক বাহিনী ও ৩৪ হাজার দিল্লি পুলিশ রয়েছে৷ গত কয়েকদিন ধরেই উত্তর, মধ্য ও নয়াদিল্লিতে ২০ হাজার নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে৷ কুচকাওয়াজের সময় যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সতর্ক স্বরাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রক৷ লালকেল্লা থেকে রাইসিনা হিলস পর্যন্ত রাস্তায় লাগানো হয়েছে ২০টি সিসিটিভি ক্যামেরা৷
রাজধানীর ৩০০ কিলোমিটার এলাকা ‘নো ফ্লাইং জোন’ হিসাবে ঘোষণা করা হয়েছে৷ নিরাপত্তার কারণে দিল্লির পটেল চক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, উদ্যোগ ভবন, রেস কোর্স স্টেশনে দুপুর পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ থাকবে৷ এবার সাধারণতন্ত্র দিবসে প্রধান অতিথি আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান৷ অন্যদিকে, বুধবারও শ্রীনগরে জঙ্গি নাশকতার খবর মিলেছে৷ সেনাবাহিনীর সঙ্গে মঙ্গলবার রাত থেকেই তুমুল গুলির লড়াই হয় জঙ্গিদের৷ সংবাদ প্রতিদিন।
২৫ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসএস