বুধবার, ২৫ জানুয়ারী, ২০১৭, ০৮:৩০:১৫

যুদ্ধের শঙ্কা, শক্তিশালী মিসাইল মোতায়েন করল চীন

যুদ্ধের শঙ্কা, শক্তিশালী মিসাইল মোতায়েন করল চীন

আন্তর্জাতিক ডেস্ক:  নতুন করে উত্তেজনা বাড়ছে চীন-রাশিয়ার মধ্যে! একদিকে যখন রাশিয়ার এক সীমান্তে বিশাল ট্যাংক, সেনাবাহিনী মোতায়েন করছে ন্যাটো। আর অন্য সীমান্তের কাছে একাধিক পরমাণু বোমাবহনে সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম মোতায়েন করল চীন। আর এই সিদ্ধান্ত ঘিরে যখন নতুন করে শঙ্কায় বুক কাঁপছে। তখন রাশিয়ার জন্যে এই সিদ্ধান্ত মোটেই হুমকি নয় বলেই জানিয়েছে মস্কো।

রুশ সংবাদ মিডিয়া বলেছে, চীনের দাকিং নগরীতে দেশটির আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র দংফেং-৪১ বা ডিএফ-৪১’এর তিনটি ব্রিগেডের একটিকে মোতায়েন করা হয়েছে। রুশ সীমান্ত সংলগ্ন চিনের উত্তরাঞ্চলীয় প্রদেশে হেলিওনংজিয়াং’এতে এই নগরী  অবস্থিত। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেছেন, এই খবর যদি সত্য হয় তবে তার পরিপ্রেক্ষিতে বলা যায় যে চীনের কোনও সামরিক বিষয়ক উন্নয়নই রাশিয়ার জন্য হুমকি নয়। ১০ পরমাণু বোমাবহন করে ডিএফ-৪১ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপস্ত্র কেন্দ্র থেকে ১৪ হাজার কিলোমিটারের মধ্যে যে কোনও লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।-কলকাতা২৪
২৫ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে