আন্তর্জাতিক ডেস্ক: তাদের একজনের গার্লফ্রেন্ডের ঘনিষ্ঠ হয়ে ওঠার চেষ্টর অভিযোগে ঈর্ষাকাতর হয়ে মহারাষ্ট্রে ১৯ বছরের একটি ছেলেকে কুপিয়ে খুন করেছে দুজন। পর্নব নামে ছেলেটিকে তারা আগে সাবধান করেও দিয়েছিল, বান্ধবীর সঙ্গে মেলামেশা করলে ফল ভাল হবে না। তাই সে যেন দূরেই থাকে মেয়েটি থেকে। হুঁশিয়ারিকে বাস্তবে পরিণত করে তারা।
গতকাল সকাল সাড়ে ১১ টা নাগাদ এখানকার সাউথ ইন্ডিয়া কলেজের বাইরে প্রথমে পর্নবের সঙ্গে কথা কাটাকাটি হয় ২১ বছরের ভিগনেশ সরকাতে, তার সঙ্গী ১৮ বছরের যোগেশ জয়সওয়াল নামে দুই অভিযুক্ত। তাকে বারবার ছুরির কোপ মারে। আহত অবস্থায় ফেলে রেখে বাইকে উঠে চম্পট দেয়।
মারা যায় প্রথম বর্ষের বি কম পড়ুয়া পর্নব। পরে ডোম্বিভ্যালি থেকে গ্রেফতার হয় ভিগনেশ, যোগেশ। প্রাথমিক তদন্তে প্রকাশ, নিজের বান্ধবীর সঙ্গে দেখে আগে পর্নবকে শাসায় ভিগনেশ। কলেজ কর্তৃপক্ষ পর্নবের এমন মর্মান্তিক পরিণতিতে হতবাক। তবে ঘটনাটি কলেজের বাইরে ঘটায় কোনও মন্তব্য করেনি।-এবিপি আনন্দ
২৬ জানুয়ারি, ২০১৭/এমটিনিউজ২৪/সবুজ/এসএ