আন্তর্জাতিক ডেস্ক: গত এক মাস ধরে রাস্তাই তাঁর ঠিকানা৷ ক্রমাগত হেঁটে চলেছেন৷ পা ফুলে গিয়েছে৷ মাঝে মধ্যে টনটন করে ওঠে৷ তা সত্বেও কোনও আক্ষেপ নেই অশোক লোহারের৷ কারণ এই যাত্রাই তাঁর কাছে তীর্থযাত্রা৷ তাঁর বিশ্বাস, এই যাত্রার মাধ্যমেই নিজের ‘আরাধ্য’র দর্শন পাবেন তিনি৷ হায়দরাবাদের এই বাসিন্দা রাত-দিন যাঁর পুজো করেন তিনি আর কেউ নন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তাঁর টানেই এক মাস ধরে রাস্তায় হেঁটে চলেছেন অশোক৷ খবর সংবাদ প্রতিদিনের।
আজ থেকে নয় প্রধানমন্ত্রী হওয়ার অনেক আগে থেকেই মোদির প্রতি এই ‘ভক্তি’ অশোকের৷ রীতিমতো বৈষ্ণোদেবীর পাশে মোদির ছবি রেখে পুজো করেন তিনি৷ ২০১৪ সালে মানত করেছিলেন তাঁর ‘আরাধ্য’ নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী হলে তীর্থযাত্রা করবেন৷ সেই মানত এখন পূরণ করছেন৷
ডিসেম্বর মাসে হায়দরাবাদ থেকে যাত্রা শুরু করেছেন অশোক৷ এক মাসের দীর্ঘ যাত্রা শেষ করে দিল্লি এসে পৌঁছেছেন৷ পথে সকলকে এই কথা বোঝাতে বোঝাতে এসেছেন, কেন তাঁদেরও প্রধানমন্ত্রী মোদিকে সমর্থন করা উচিত৷ এখন মনে একটাই আশা, নিজের ‘আরাধ্য’কে একবার স্বচক্ষে দেখা৷
২৬ জানুয়ারি২০১৭/এমটি নিউজ২৪ ডটকম/সবুজ/এসএ