বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০১৭, ০৬:০০:১৩

আজমান শিল্প এলাকায় গুদামে আগুন

আজমান শিল্প এলাকায় গুদামে আগুন

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন:  সংযুক্ত আরব আমিরাতের আজমান শিল্প এলাকায় খাদ্যপণ্য সংরক্ষণকারী ২টি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এসব গুদামের ব্যাপক ক্ষতি হয়েছে।
বুধবার (২৫ জানুয়ারি) বেলা ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে আজমান সিভিল ডিফেন্স।

আজমান সিভিল ডিফেন্স এর জনসংযোগ পরিচালক কর্নেল নাসের রশিদ আল জিরি বলেন, আমরা খবর পেয়ে আজমান, শারজাহ এবং উম্ম আল কোয়েইন মধ্যে সব স্টেশন থেকে দমকর্মী এনে প্রায় ৪০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রেণে আনি। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।-জাগোনিউজ

২৬ জানুয়ারি, ২০১৭/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে