বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০১৭, ১২:৪৯:৫৬

ভারতের স্বাধীনতা দিবসে ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে উঠল আসাম

ভারতের স্বাধীনতা দিবসে ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে উঠল আসাম

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রজাতন্ত্র দিবসের সকালে ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে উঠল অাসাম। ভোর হতে না হতেই অাসামের চারাইদেও জেলায় আইইডি বিস্ফোরণ ঘটে।

শেষ খবর পাওয়া পর্যন্ত, ওই বিস্ফোরণে কেউ হতাহত হয়নি। তবে, কে বা কারা ওই বিস্ফোরণের সঙ্গে যুক্ত, সে বিষয়ে মেলেনি কোনো।

এদিকে, প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে দিল্লি। প্রজাতন্ত্র দিবসে হামলা চালাতে পারে জঙ্গিরা। সেই আশঙ্কা থেকেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে রাজধানী শহরকে।

পাশাপাশি, এবারের প্রজাতন্ত্র দিবসে ৯/১১-র মত আকাশ পথে হামলা হতে পারে, এমনই আশঙ্কা প্রকাশ করেছেন গোয়েন্দারা। ফলে আকাশ পথে চলছে জোর নজরদারি।প্রসঙ্গত, প্রজাতন্ত্র দিবসের আগেই দিল্লি পুলিশের বেশ কিছু কর্মকর্তাকে প্রশিক্ষণ দিয়েছে বিমান বাহিনী। যে কোনো ধরনের হামলা ঠেকাতে কঠোর নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা দিল্লি।-ইন্ডিয়া.কম
২৬ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে