আন্তর্জাতিক ডেস্ক : দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে হত্যার হুমকি দেয়া হয়েছে। ভারতের প্রজাতন্ত্রী দিবস পালনের ঠিক আগ মুহূর্তে বুধবার তার সরকারি ই-মেইলে এ হুমকি দেয়া হয়। খবর এনডিটিভির।
হুমকির বিষয়টি জানানোর পর তা তদন্ত করছে দিল্লির পুলিশ।
দিল্লি সরকারের বরাতে পিটিআই জানিয়েছে, মুখ্যমন্ত্রী অজ্ঞাত ব্যক্তিদের কাছ থেকে এ ধরনের হত্যার হুমকি-সংক্রান্ত দুটি ই-মেইল পেয়েছেন।
এতে বলা হয়েছে, প্রজাতন্ত্রী দিবসে (বৃহস্পতিবার) চারজন কেজরিওয়ালকে হত্যা করবেন।
দিল্লির স্বরাষ্ট্রসচিব এসএন শাহী পুলিশ কমিশনার অলোক ভার্মাকে এই ই-মেইল ফরোয়র্ড করে বিষয়টি তদন্তের অনুরোধ করেছেন।
জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বরীন্দ্র যাবদ বলেন, 'এ ঘটনায় আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ কিংবা এফআইআর করা হয়নি। মুখ্যমন্ত্রীর দফতর থেকে একটি চিঠি পাঠানো হয়েছে, যেখানে মুখ্যমন্ত্রীকে হত্যার হুমকি দেয়া এমন কয়েকজনের নাম ও নম্বর দেয়া হয়েছে। আমরা এসব তথ্য যাচাই করে দেখছি।'
২৬ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম