বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০১৭, ০৫:১৪:০৫

ভারতের প্রজাতন্ত্র দিবসে পরপর ৭টি বিস্ফোরণ!

ভারতের প্রজাতন্ত্র দিবসে পরপর ৭টি বিস্ফোরণ!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রজাতন্ত্র দিবসে পরপর বিস্ফোরণে কেঁপে উঠলো ভারতের উত্তর-পূর্ব রাজ্য আসাম। আপার আসাম ও আসাম-নাগাল্যান্ড সীমান্তে বৃহস্পতিবার সকাল থেকে ধারাবাহিকভাবে ৭টি বিস্ফোরণ হয়েছে। নাশকতার দায় স্বীকার করেছে আলফা। খবর ইন্ডিয়া টাইমসের।

চারিদিকে যখন প্রজাতন্ত্র দিবস পালনের প্রস্তুতি চলছে, ঠিক তখনই প্রথম বিস্ফোরণটি ঘটে আপার আসামে। সকাল পৌনে আটটা নাগাদ চড়াইদেও জেলার দুটি এলাকায় জোড়া বিস্ফোরণ হয়। এরপর আটটা পনের মিনিট নাগাদ চড়াইদেওয়ের পানিবোরে আর একটি বিস্ফোরণ হয়। ডিব্রুগড়ের চৌকিডিঙ্গিতে প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকা উত্তোলনের ঠিক আগেই আর একটি বিস্ফোরণ হয়। দুটি বিস্ফোরণ হয় নাজিরা এলাকায়।

তবে, প্রত্যেকটি বিস্ফোরণেই কম ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ব্যবহার করা হয়েছে। বিস্ফোরণে হতাহতের কোনও খবর নেই। বিছিন্নবাদী সংগঠন আলফা এই ঘটনার দায় স্বীকার করে নিয়েছে। বুধবারই এই সংগঠন হুমকি দিয়েছিল যে তারা প্রজাতন্ত্র দিবসের তাল কাটতে বড়সড় কোনও নাশকতার ঘটনা ঘটাবে।
২৬ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে