বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০১৭, ০৬:১৭:২৩

'নিজেকে মুসলিম হিসেবে নিবন্ধন করতে প্রস্তুত'

'নিজেকে মুসলিম হিসেবে নিবন্ধন করতে প্রস্তুত'

আন্তর্জাতিক ডেস্ক : সাবেক মার্কিন স্বরাষ্ট্র সচিব মেডেলিন অলব্রাইট বলেছেন তিনি ’ট্রাম্পের আমেরিকায়’ নিজেকে মুসলিম হিসেবে নিবন্ধন করতে প্রস্তুত। প্রেসিডেন্ট ট্রাম্পের মার্কিন অভিবাসীদের বিরুদ্ধে নির্বাহী পর্যায়ের পদক্ষেপ নেয়ার পরিকল্পনার প্রতিবেদন প্রকাশ হওয়ার পর মেডেলিন এ কথা বললেন।

মেডেলিন অলব্রাইট টুইটারে সম্প্রতি বলেন, আমি বড় হয়েছি ক্যাথলিক হিসেবে, বিশপ হয়েছি। পরে জানতে পেরেছি আমার পরিবার ইহুদি ছিল। এখন আমি নিজেকে মুসলিম হিসেবে নিবন্ধন করতে প্রস্তুত।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সীমান্ত দেয়াল নির্মাণ এবং অভিবাসন পরিকল্পনার নিন্দা জানাতে বুধবার শত শত লোক নিউইয়র্কের রাজপথে বিক্ষোভ করেছে। মার্কিন প্রেসিডেন্ট দিনের প্রথম ভাগেই যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত বরাবর দেয়াল নিমার্ণের পরিকল্পনার কাজ শুরু করতে কর্মকর্তাদের নির্দেশ দেন।

এদিকে তিনি সিরিয়াসহ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো থেকে আসা শরণার্থীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ অস্থায়ীভাবে স্থগিত রাখার ঘোষণা দেন। বিকেল ৫ টার পর থেকেই বিক্ষোভকারীরা ম্যানহাটনের ওয়াশিংটন স্কয়ারে জড়ো হতে থাকায় এক পর্যায়ে এটি একটি বিশাল সমাবেশে রূপ নেয়।

সেখানে বিক্ষোভকারীরা চিৎকার করে বলতে থাকে ‘কোন নিষেধাজ্ঞা নয়, কোন দেয়াল নির্মাণ নয়, নিউইয়র্ক সবার জন্য।’ এসময় তাদের অনেকে মুসলমানদের অধিকার রক্ষা এবং সিরিয়া ও সংঘাতপূর্ণ অন্যান্য মুসলিম দেশ থেকে আসা শরণার্থীদের গ্রহণ অব্যাহত রাখারও আহবান জানায়।
২৬ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে