বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০১৭, ০৯:৪০:০৩

নেহেরুর চেয়ে ভালো প্রধানমন্ত্রী হতেন নেতাজি সুভাষ চন্দ্র!

নেহেরুর চেয়ে ভালো প্রধানমন্ত্রী হতেন নেতাজি সুভাষ চন্দ্র!

আন্তর্জাতিক ডেস্ক : বাবা বেঁচে থাকলে তিনি জওহরলাল নেহরুর থেকেও ‌ভালো প্রধানমন্ত্রী হতে পারতেন বলে মন্তব্য করলেন নেতাজি সুভাষ চন্দ্র বসুর কন্যা অনিতা বসু পাফ। সম্প্রতি হিন্দুস্থান টাইমসকে দেওয়া এক সাক্ষাতকারে এরকম দাবি করেছেন অনিতা।

অনিতা বসু বলেন, নেতাজি এবং নেহেরুর মধ্যে বহু বিষয়ে মতের মিল থাকলেও বেশকিছু বিষয়ে তারা বিপরীত মেরুর মানুষ ছিলেন। দু’জনের শিল্পের পক্ষপাতী ছিলেন। দু’জনেই চাইতেন ভারত এক আধুনিক দেশ হিসেবে উঠে দাঁড়াক। কিন্তু, পাকিস্তান নীতি নিয়ে দুজনের মধ্যে মতবিরোধ ছিল। দেশভাগের পর ‌যে ভাবে গণহত্যা হয়েছে তা হয়তো ঠেকানো ‌যেত। এমনকি উনি বেঁচে থাকলে দেশভাগও ঠেকাতে পারতেন। গান্ধিজি ও বাবা দুজনেই দেশভাগের বিরোধী ছিলেন। বাবা বেঁচে থাকলে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কও অনেক ভালো হতো।

ওই সাক্ষাত্কারে নেতাজির মৃত্যুরহস্য নিয়েও অনেক কথাই বলেছেন অনিতা। তবে, নেতাজি সম্পর্কে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের হেফাজতে থাকা গোপন নথি সম্পর্কে তিনি বলেন, ওইসব ফাইল প্রকাশ্যে এনে কোনও লাভ হবে না। বাবার বিমান দুর্ঘটনায় মৃত্যু সম্পর্কে বলতে গিয়ে অনিতা বলেন, এখনও তেমন কোনও প্রমান হাতে আসেনি ‌যে বিশ্বাস করা ‌যায় বিমান দুর্ঘটনাতেই তার মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি এনিয়ে একটি বিস্তারিত নথি প্রকাশ করেন লন্ডনের সাংবাদিক আশিষ রায়। তিনি বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যুর স্বপক্ষে বিভিন্ন তথ্যপ্রমানও দিয়েছেন। ‌যে চিকিৎসক শেষ সময়ে নেতাজির চিকিৎসা করেছিলেন তার সাক্ষাতকারও ছেপেছেন। বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু সম্পর্কে বিতর্ক বন্ধ হওয়া উচিত বলেই মনে করেন নেতাজি-কন্যা।

২৬ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে