আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ভয়েই আমেরিকার সঙ্গে সুসম্পর্ক গড়তে উদ্যোগী হয়েছে পাকিস্তান। পুঁজিবাদ বা খ্রিস্টান সভ্যতা সম্পর্কে তাদের কোনও সহানুভূতি নেই। ১৯৭২ সালে এই মন্তব্য করেছিল মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। সেইসব গোপন নথি সম্প্রতি সামনে এনেছে সিআইএ।
তাদের ডিক্লাসিফায়েড নথি ঘেঁটে আরও দেখা যাচ্ছে, ১৯৮৩ সালে সিআইএ জানিয়েছিল, ‘পাকিস্তান মনে করে ভারত কখনও তাদের স্বাধীন অস্তিত্ব মানেনি। ভারত চায় তাদের কর্তৃত্বাধীন একটি বাফার রাষ্ট্র হোক পাকিস্তান। ইসলামাবাদ মনে করে তাদের দাবি ভারত এবং সোভিয়েত রাশিয়া মিলে আটকে দিত পারে।’
সেই একই নোটে ভারতের উদ্বেগের কথাও তুলে ধরা হয়েছে। সিআইএ রিপোর্টে বলা হয়েছে, চীন এবং পাকিস্তান কাছাকাছি আসছে এবং আফগানিস্তান সমস্যাকে ভারতের বিরুদ্ধে ব্যবহার করছে তারা। ১৯৭২ সালের নথিতে আবার ভারতের হীনমন্যতার কথা রয়েছে। বলা হয়েছে, ১৯৭১ সালে বাংলাদেশকে কেন্দ্র করে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের যুদ্ধজয় এবং পরমাণু অস্ত্র তৈরির সাফল্য ভারতকে আত্মবিশ্বাসী করেছে। কিন্তু আত্মবিশ্বাস অস্থায়ী হতে পারে এই চিন্তায় তাদের জাতীয় হীনমন্যতা গ্রাস করেছে।
২৬ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসএস