আন্তর্জাতিক ডেস্ক: অতীতে যা কখনও হয়নি সেরকমই একটা ঘটনা ঘটল ভারতের ৬৮তম সাধারণতন্ত্র দিবসে। সেই অর্থে বলতে গেলে নয়াদিল্লিতে একটা ইতিহাস তৈরি হল আজ। প্রথমবারের জন্য এবার প্যারেডে অংশ নিল ভারতের ন্যাশানাল সিকিউরিটি গার্ড (এনএসজি) বাহিনী।
উল্লেখ্য, ১৯৮৪ সালে এনএসজি বাহিনী (ব্ল্যাক ক্যাট নামে সুপরিচিত) তৈরি করা হয়। অপারেশন ব্লুস্টার এবং ইন্দিরা গান্ধীর হত্যার পরেই এই বাহিনী তৈরি হয়। ভারতের স্বারাষ্ট্র মন্ত্রকের অধীনে কাজ করে এই বাহিনী। "সন্ত্রাসবাদী কার্যকলাপের বিরুদ্ধে লড়াই করা এবং অভ্যন্তরীণ সমস্যা থেকে দেশকে রক্ষা করাই" এই বাহিনীর কাজ।
ভারতীয় সেনা বাহিনীর নিয়মিত প্যারেডের পাশাপাশি আজ এনএসজি কম্যান্ডো বাহিনীর এবং সংযুক্ত আরব আমির শাহীর ১৪৯ সদস্যের প্রেসিডেন্সিয়াল গার্ড বাহিনী, বায়ুসেনা, নৌসেনা এবং স্থলসেনাও তাদের শৌর্য প্রকাশ করে।-জিনিউজ
২৭ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/সবুজ/এসএ