আন্তর্জাতিক ডেস্ক: প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তুলে বিতর্কে অপর্ণা যাদব। একটা সেলফি যে এত প্রশ্ন তৈরি করতে পারে, তা সম্ভবত আন্দাজ করতে পারেননি অপর্ণা যাদব। তবে এমনটা হতে পারে, সে সম্ভাবনা তাঁর মাথায় রাখা উচিত ছিল বলেই মনে করছে রাজনৈতিক মহল। কারণ, উত্তরপ্রদেশেই শুধু নয়, গোটা দেশেই অপর্ণার পরিচিতি রাজনীতিক হিসেবে। তাঁর আরও বড় পরিচয় তিনি মুলায়ম সিংহ যাদবের পুত্রবধূ, এবং অখিলেশ যাদবের ভ্রাতৃবধূ।
এ বার বিধানসভা নির্বাচনে লখনউ ক্যান্টনমেন্ট আসনে সমাজবাদী পার্টির প্রার্থী যাদব পরিবারের ২৬ বছরের এই সদস্য। সুন্দরী অপর্ণা ইতিমধ্যেই শুরু করে দিয়েছে তাঁর প্রচার। তাঁর বিরুদ্ধে প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপির রীতা বহুগুণা যোশী। ৬৭ বছরের এই রাজনীতিক দু’দশক কংগ্রেসের সঙ্গে থাকার পরে এখন বিজেপিতে। সুতরাং, অপর্ণার লড়াই সহজ নয়। কিন্তু যাদব পরিবারের কলহে তিনিও অন্যতম শরিক। কিছু দিন আগেও উত্তপ্ত পারিবারিক লড়াইয়ে তিনি মুখ্যমন্ত্রী ভাসুর অখিলেশের দলে ছিলেন না।
ছিলেন খুড়শ্বশুর শিবপাল যাদবের শিবিরে। ক’দিন আগেই শিবপালকে দলের ‘মেরুদণ্ড’ বলে ব্যাখ্যা করেন। এ নিয়ে প্রশ্ন ওঠায় তিনি বলেন, ‘আমি শিবপাল শিবিরের এমনটা ভাবা ঠিক নয়। দলকে ঐক্যবদ্ধ হতে হবে।’ এ বার তিনি জড়িয়েছেন নতুন বিতর্কে। তার মূলে প্রধানমন্ত্রী তথা উত্তরপ্রদেশ নির্বাচনে সময় প্রধান প্রতিপক্ষ বিজেপির জাতীয় মুখ নরেন্দ্র মোদীর সঙ্গে একটি সেলফি।
২০১১ সালে মুলায়ম সিংহ যাদবের দ্বিতীয় পক্ষের স্ত্রীর সন্তান প্রতীক যাদবের সঙ্গে বিয়ে হয় অপর্ণার। এর আগে প্রতীকের জীবনযাপন, দামি জামাকাপড় পরা, চার কোটি টাকা দামের ল্যাম্বারঘিনি হুরাকা গাড়ি ব্যবহার নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। যদিও, মুলায়ম সিংহ যাদবের এই ছেলে রাজনীতির সঙ্গে যুক্ত নন।
গত বছর অক্টোবর মাসে মুলায়ম সিংহ যাদবের বাড়িতে একটি পারিবারিক অনুষ্ঠানে উপস্থিত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তখনই প্রতীক ও অপর্ণা মোদীর সঙ্গে একটি সেলফি তোলেন। এখন সেই ছবি নিয়েই শুরু হয়েছে বিতর্ক। এ নিয়ে অপর্ণার স্পষ্ট বক্তব্য, ‘এতে খারাপের কী রয়েছে? উনি সবার প্রধামন্ত্রী। আমারও।’-এবেলা
২৭ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/সবুজ/এসএ