শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০১৭, ০৩:০৪:৪১

বড় ধাক্কা খেলেন মোদী!

বড় ধাক্কা খেলেন মোদী!

আন্তর্জাতিক ডেস্ক: এই ধাক্কা সামলানোর জন্য পাল্টা কী চাল দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি সভাপতি অমিত শাহ, আপাতত তাই নিয়ে জল্পনা চলছে।

বিজেপি-র সঙ্গে আর জোট নয়। কার্যত এই ইঙ্গিত দিয়েই দিলেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। বৃহস্পতিবার মুম্বইতে একটি জনসভায় উদ্ধব জানিয়ে দিয়েছেন, মুম্বইয়ের পুর নির্বাচনে একাই লড়বে শিবসেনা। উদ্ধবের এই ঘোষণার ফলে বিজেপি এবং শিবসেনার পঁচিশ বছরের সম্পর্কে বড়সড় ফাটল দেখা দিল। বিজেপি-র অস্বস্তি বাড়িয়ে এ দিন নরেন্দ্র মোদীর দলের বিরুদ্ধে পিছন থেকে ছুরি মারার অভিযোগ তুলেছেন উদ্ধব। তাঁর আরও দাবি, জোট রাজনীতি করতে গিয়ে গত পঁচিশ বছরে অনেক ক্ষতি হয়েছে।

কিন্তু মহারাষ্ট্রে বিজেপি-র নেতৃত্বাধীন জোট সরকার ভেঙেও কি শিবসেনা বেরিয়ে আসবে? এ বিষয়ে সরাসরি কোনও মন্তব্য না করলেও, উদ্ধব বলেছেন, ‘লড়াই শুরু হয়ে গিয়েছে, এবার তা চলবে।’ ফলে ভবিষ্যতে বিজেপি-শিবসেনার সম্পর্ক কোন খাতে বইবে তা নিয়ে রাজনৈতিক মহলে যথেষ্ট জল্পনা শুরু হয়েছে।

নোটবাতিলের পর থেকেই বিজেপি-র বিরুদ্ধে সমালোচনার
সুর চড়িয়েছিল শিবসেনা। পুরনির্বাচনের আসনরফা নিয়ে দুই জোট সঙ্গীর বিভেদ চরমে পৌঁছয়। উদ্ধব পরিষ্কার জানিয়েছেন, ভিক্ষার ঝুলি নিয়ে তিনি কারও কাছে যাবেন না। এখানেই শেষ নয়, শিবসেনায় সৈনিকরা রয়েছেন আর বিজেপি-তে  গুন্ডারা রয়েছে বলেও আক্রমণ শানিয়েছেন উদ্ধব।

শরদ পাওয়ারের এনসিপি এবং বিজেপি-র কাছাকাছি আসা নিয়ে জল্পনা শুরু হতেই পুরনো জোটসঙ্গীর সঙ্গে সম্পর্কে ইতি টানার ইঙ্গিত দিয়েছেন উদ্ধব। শরদ পাওয়ারকে এবছর পদ্মবিভূষণ পুরস্কার দেওয়ার কথা ঘোষণা হওয়ার পরের দিনই বিজেপি-র সঙ্গে জোট না করার কথা জানিয়ে দিলেন শিবসেনা প্রধান। শরদ পাওয়ারের পদ্ম পুরস্কার প্রাপ্তি আসলে ‘গুরুদক্ষিণা’ বলেও ব্যঙ্গ করেছেন শিবসেনা প্রধান।

যদিও সরাসরি না হলেও পরোক্ষে উদ্ধবকে জবাব দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। টুইটে তিনি লিখেছেন, ‘ক্ষমতা দখল করাটাই চূড়ান্ত লক্ষ্য নয়, এটা উন্নয়নের একটি মাধ্যম মাত্র। পরিবর্তন আসবেই, যাঁরা শরিক হতে চায় তাঁদের আমরা সঙ্গে নেব। যাঁরা চায় না, তাঁদের বাদ দেওয়া হবে।’-এবেলা
২৭ জানুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে