শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০১৭, ০৪:০৫:২৮

ট্রাম্পকে বুলেট থেকে রক্ষা করবো না: বিস্ফোরক মন্তব্য এই নারী কর্মকর্তার

ট্রাম্পকে বুলেট থেকে রক্ষা করবো না: বিস্ফোরক মন্তব্য এই নারী কর্মকর্তার

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের সদ্য শপথ নেওয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘাতকের বুলেট থেকে রক্ষা করবেন না বলে মন্তব্য করেছেন সিক্রেট সার্ভিসের এক নারী কর্মকর্তা।

মার্কিন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের নিরাপত্তায় নিয়োজিত এই সংস্থার কেরি ও’গ্রাডি নামের এজেন্ট তার ফেসবুক পোস্টে এ ঘোষণা দেন।

তিনি লিখেছেন, কেউ যদি প্রেসিডেন্ট ট্রাম্পকে গুলি করে হত্যা করতে চায়, তাহলে তাকে বুলেট থেকে বাঁচাব না।

নিজেদের কর্মকর্তার এমন মন্তব্যে মঙ্গলবার সিক্রেট সার্ভিস এক বিবৃতিতে বলেছে, ওই এজেন্টের ফেসবুক পোস্টের ব্যাপারে তারা ওয়াকিবহাল এবং তার বিরুদ্ধে দ্রুত ও যথাযথ ব্যবস্থা নেয়া হচ্ছে।

সিএনএনের পক্ষ থেকে এক ফোনকলে এ ব্যাপারে জানতে চাওয়া হলে কেরি ও’গ্রাডি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
২৭ জানুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে