আন্তর্জাতিক ডেস্ক : আইএস জঙ্গিদের ফের হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাতকারে ট্রাম্প হুঁশিয়ারি দিলেন, আইএস জঙ্গিরা কোনও ইউনিফর্ম পরে থাকে না। কিন্তু এদের আমরা খুঁজে বের করে বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে।
সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাতকারে ট্রাম্প বলেন, আমেরিকার পক্ষ আইএস জঙ্গিদের নিকেশ করার কাজটা অনেক শক্ত। কারণ এরা কোনও ইউনিফর্ম পরে থাকে না। সমাজের মধ্যেই এরা লুকিয়ে রয়েছে ইঁদুরের মতো। এরা শপিং মলে বিস্ফোরণ ঘটাচ্ছে, চার্চ উড়িয়ে দিচ্ছে। এদের বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে।
প্রচারে তো বটেই শপথ নেওয়ার পরই জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন ট্রাম্প। মন্তব্য করেছিলেন, দুনিয়া থেকে ইসলামি সন্ত্রাসবাদ মুছে ফেলা হবে। এবার ফের একই কথা বললেন। শুক্রবার সম্ভবত একটি নির্দেশিকায় সাক্ষর করতে চলেছেন ট্রাম্প। ওই নির্দেশিকা অনুযায়ী মুসলিম দেশগুলি থেকে মানুষজনকে আমেরিকায় ভিসা দেওয়ার ক্ষেত্রে কড়াকড়ি করার প্রস্তাব করা হয়েছে।
মর্কিন প্রেসিডেন্ট ওই সাক্ষাতকারে আইএস-এর উদ্দেশ্যে বলেন, এইসব লোক খুব খারাপ। ইঁদুরের মতো লুকিয়ে থাকা অসুস্থ একদল লোকের সঙ্গে আমরা লড়াইয়ে নেমেছি। এই লড়াইয়ে আমরা জিতবই।
১৭ জানুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসএস