রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৫, ০২:৫০:০৭

মিশরের প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার পদত্যাগ

মিশরের প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক : পুরো মন্ত্রিসভা নিয়ে পদত্যাগ করেছেন মিশরের প্রধানমন্ত্রী ইব্রাহিম মাহলাব। প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসি পদত্যাগপত্র গ্রহণ করে এক সপ্তাহের মধ্যে নতুন মন্ত্রিসভা গঠনের জন্য তেলমন্ত্রী শেরিফ ইসমাইলকে নির্দেশ দিয়েছেন। সেইসঙ্গে নতুন মন্ত্রিসভা গঠন না হওয়া পর্যন্ত পুরাতন মন্ত্রিসভাকে তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালনের নির্দেশও এসেছে।

শনিবার প্রেসিডেন্টের কার্যালয় থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, প্রধানমন্ত্রী ইব্রাহিম মাহলাব শনিবার মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসির কাছে পুরো মন্ত্রিসভার পক্ষে পদত্যাগপত্র জমা দেন। প্রেসিডেন্ট সিসি এই পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে নিশ্চিত করেছে দেশটির প্রেসিডেন্টের কার্যালয়।

মন্ত্রীসভার পদত্যাগের কারণ সম্পর্কে কিছু বলা হয়নি। তবে নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মন্ত্রিসভার পারফরম্যান্সে সিসি অখুশি ছিলেন।

তেলমন্ত্রী শরীফ ইসমাইলকে নতুন সরকার গঠনের আহ্বান জানিয়েছেন সিসি। মন্ত্রিসভার পদত্যাগের ঘটনা এমন সময় এলো যখন মিশর সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। ১৭ অক্টোবর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত কয়েক দফায় মিশরে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সোমবার প্রধানমন্ত্রীর অফিস ঘোষণা করেন যে ঘুষ গ্রহণের অভিযোগে কৃষিমন্ত্রী সালাহ হেলাল পদত্যাগ করেছেন। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

মাহলাবের ৩১‌ সদস্য বিশিষ্ট মন্ত্রিসভা গত বছরের মার্চে শপথ নেয়। কিন্তু জনগণের দাবি পূরণে তাদের ব্যর্থতায় সরকারের ওপর জনরোষ বাড়ছে বলে মনে করা হচ্ছে।

২০১৩ সালে গণঅভ্যুত্থানের পর সিসি নেতৃত্বাধীন সেনাবাহিনী মিশরের ক্ষমতা থেকে মুসলিম ব্রাদারহুড নেতা মোহাম্মদ মুরসিকে উৎখাত করে। মুরসি দেশটির প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন।

পরে মিশরের প্রেসিডেন্ট নির্বাচিত হন সিসি। ওই সময় তিনি দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার পাশাপাশি অর্থনৈতিক অগ্রগতির প্রতিশ্রুতি দেন।
১৩ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে