শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০১৭, ১১:২২:১৯

মিয়ানমার সেনাদের স্ত্রীর পরকীয়া নিয়ে নাটক!

মিয়ানমার সেনাদের স্ত্রীর পরকীয়া নিয়ে নাটক!

আন্তর্জাতিক ডেস্ক : দেশের সবচেয়ে স্পর্শকাতর সংস্থাটি হলো সে দেশে সেনাবাহিনী। সরকার থেকে শুরু করে দেশের মানুষের আস্থার সর্বশেষ আশ্রয় সেনাবাহিনী। সেনাবাহিনী নিয়ে যদি উল্টোপাল্টা কিছু কেউ করে তাহলে তার অবস্থা কি হয়? তাও আবার সেনা নিয়ন্ত্রিত কোন দেশে!

সেনা কর্মকর্তাদের স্ত্রীর পরকীয়া নিয়ে নাটক প্রদর্শন করায় মিয়ানমারের কয়েকজন ছাত্রের বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে দেশটি আদালাতে। ওই নাটক তাদের পরিবার ও সেনাবাহিনীর মর্যাদা হানি করতে পারে এমন অভিযোগ এনে মিয়ানমার সেনাবাহিনীর একজন লেফটেন্যান্ট কর্নেল নয়জন ছাত্রের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। খবর এএফপির।
 
বুধবার ওই নয় ছাত্রকে মিয়ানমারের দক্ষিণের শহর পাথেইনের একটি আদালতে নেয়া হয়। সেখানে তাদের বলা হয় নাটক মঞ্চায়নের কারণে তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে। ৯ জানুয়ারি এক কর্মশালা চলাকালে ওই নয় ছাত্র সেনাদের স্ত্রীদের পরকীয়া নিয়ে নাটক মঞ্চায়ন করে। নাটকের ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ায় তোলপাড় শুরু হয় সারাদেশে।
 
নাটকের এক দৃশ্যে এক সেনা-স্ত্রী বলছে, ‘আমি যুদ্ধ সমর্থন করি। কারণ যুদ্ধ বাধলে আমার স্বামী অনেকদিনের জন্য যুদ্ধে চলে যায়। তখন আমি যেমন খুশি মুক্তভাবে প্রেম করতে পারি।’ এই সংলাপটি সবচেয়ে বেশি সমালোচিত হয়।
 
মিয়ানমারের সেনাবাহিনী যথেষ্ট ক্ষমতাধর। দেশটি স্বাধীন হওয়ার পর থেকে সেনাবাহিনীর মূলত দেশটি শাসন করেছে। তাদের বিরুদ্ধে যাওয়ার অথবা তাদের উপহাস করার সাহস সাধারণত কেউ দেখায় না।

২৭ জানুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে