আন্তর্জাতিক ডেস্ক: ৪৮ ঘণ্টার মধ্যেই সরকারি হাসপাতাল থেকে চুরি যাওয়া সদ্যোজাত শিশুকন্যা উদ্ধার করলো মালদহের চাঁচোল থানার পুলিশ। গত ২৪ জানুয়ারি বিকেলে মালতিপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে চাঁচোল ব্লকের ভাকরি গ্রাম পঞ্চায়েতের গৌরীপুর গ্রামের মাঞ্জুরি বিবির সদ্যোজাত কন্যাসন্তান চুরি যায়৷
এই ঘটনায় চাঁচোল থানার পুলিশ দুই মহিলাকে গ্রেফতার করেছে৷ গ্রেপ্তারকৃত দুই মহিলার নাম জোৎস্না বিবি ও নুরজাহান বেওয়া৷ তারা সম্পর্কে মা ও মেয়ে৷ তাদের বাড়িতুয়া থানার বোলতাপুকুরে৷ ধৃতদের জেরা করে পুলিশ জানতে চাইছে শিশু চুরির পিছনে কোনও পাচারচক্রের যোগ আছে কি না।-সংবাদ প্রতিদিন
২৮ জানুয়ারি ২০১৭/ এমটি নিউজ২৪ ডটকম/সবুজ/এসএ