শনিবার, ২৮ জানুয়ারী, ২০১৭, ০২:০৬:২০

ব্রিটেনের প্রধানমন্ত্রীকে নিয়ে যা বললেন ট্রাম্প, শুনলে আপনিও লজ্জা পাবেন

ব্রিটেনের প্রধানমন্ত্রীকে নিয়ে যা বললেন ট্রাম্প, শুনলে আপনিও লজ্জা পাবেন

আন্তর্জাতিক ডেস্ক: শুধু একটা 'H' বাদ হয়ে গিয়েছিল। আর তার জেরেই ব্রিটেনের প্রধানমন্ত্রীর পরিবর্তে সোজা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের তোড়জোর চলল। খুব শিগগিরই মার্কিন সফরে আসছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে। বৈঠক করবেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে।

সেইমতো হোয়াইট হাউজের পক্ষ থেকে প্রেস বিবৃতিতে দুই রাষ্ট্রপ্রধানের বৈঠকসূচি প্রকাশ করা হয়েছিল। কিন্তু, তাতে প্রথমবার ব্রিটেনের প্রধানমন্ত্রীর নামের ইংলিশ বানানে Theresa-এর পরিবর্তে Teresa ছাপা হয়।

যা নিয়ে ট্রাম্প প্রশাসনের সমালোচনায় নেমে পড়েন নিন্দুকরা। কারণ, টেরেসা মে (Teresa) আসলে এক মার্কিন অভিনেত্রী ও বিতর্কীত। বিষয়টি আরও অস্বস্তির হয়ে দাঁড়ায় যখন, একই ভুল দু’বার হয়। দ্বিতীয়বারও ব্রিটিশ প্রধানমন্ত্রীর নামের বানান ভুল ছাপা হয়। এরপর মার্কিন ভাইস প্রেসিডেন্টের অফিসের পক্ষে ভুলটি নজরে আনার পর তা পরিবর্তিন করা হয়। প্রসঙ্গত, টেরেসা মে ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পর ট্যুইটারে ট্রেন্ডিং হয়ে গিয়েছিলেন ।এই সময়

২৮ জানুয়ারি ২০১৭/ এমটি নিউজ২৪ ডটকম/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে