আন্তর্জাতিক ডেস্ক: ফের বারাকপুর কমিশনারেট এলাকায় দুঃসাহসিক ডাকাতির ঘটনা৷ গৃহবধূকে বেঁধে রেখে, তাঁর সন্তানদের মাথায় বন্দুক ঠেকিয়ে অবাধে লুঠপাট চালাল ছয়-সাত জনের একটি ডাকাতদল। বৃহস্পতিবার গভীর রাতে এই ডাকাতির ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার টিটাগড় থানা এলাকার পলতা কল্যাণগড় এলাকায়৷ ওই এলাকার বাসিন্দা বিদ্যুত্ দত্তের বাড়িতে হানা দিয়ে পাঁচ লক্ষ টাকা নগদ-সহ দশ ভরি সোনার গয়না নিয়ে চম্পট দেয় ডাকাতদল।
স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যুত্বাবু স্পেয়ার পার্টসের আমদানি-রফতানির ব্যবসা করেন৷ ব্যবসার কাজে কয়েকদিন আগে সিঙ্গাপুরে গিয়েছিলেন৷ বাড়িতে ছিলেন বিদ্যুত্বাবুর স্ত্রী বীথিকাদেবী ও দুই সন্তান বিশ্বজিত্ ও নেহা৷ বীথিকাদেবী পেশায় একজন ব্যাঙ্ককর্মী৷ তিনি জানিয়েছেন, ঘটনার দিন তাঁদের তিনতলা বাড়ির একতলায় ছেলে মেয়েকে নিয়ে ঘুমাচ্ছিলেন তিনি৷
এদিন রাত দু’টো নাগাদ পিছনের দরজা খোলার আওয়াজে ঘুমে ভেঙে যায় তাঁর৷ হঠাত্ দেখেন ছয়-সাতজন সশস্ত্র ডাকাত ঘরে ঢুকে আসে। বীথিকাদেবী কিছু বুঝে ওঠার আগেই তাঁর হাত, পা ও মুখ বেধে দেয় দুষ্কৃতীরা৷ দুই ছেলে মেয়ের মাথায় বন্দুক ধরে আলমারির চাবি দেওয়ার জন্য হুমকি দেয়৷ বীথিকাদেবী জানিয়েছেন, প্রায় দেড় ঘণ্টা ধরে অপারেশন চালায় ডাকাতরা৷ যাওয়ার সময় হুমকি দিয়ে যায়, পুলিশকে ডাকলে মেয়েকে তুলে নিয়ে যাবে।-সংবাদ প্রতিদিন
২৮ জানুয়ারি ২০১৭/ এমটি নিউজ২৪ ডটকম/সবুজ/এসএ