শনিবার, ২৮ জানুয়ারী, ২০১৭, ০১:৩৯:৫৩

ট্রাম্পের সিদ্ধান্তে কড়া প্রতিবাদ নোবেল জয়ী মালালার

ট্রাম্পের সিদ্ধান্তে কড়া প্রতিবাদ নোবেল জয়ী মালালার

আন্তর্জাতিক ডেস্ক : নোবেলবিজয়ী মালালা ইউসুফ জাই বলেছেন, অভিবাসীদের ওপর নিষেধাজ্ঞার সিদ্ধান্তে আমার মন ভেঙ্গে গেছে। প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধকবলিত নারী ও শিশুদের জন্য দরজা বন্ধ করে দিয়েছেন। এটা একবিংশ শতাব্দীর সভ্য সমাজে কোনোভাবেই কল্পনা করা যায় না।

তাই মালালা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার সিদ্ধান্তের ওপর পুণর্বিবেচনা করার আহ্বান জানিয়েছেন।

প্রসঙ্গত, সাতটি মুসলিম দেশের অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞায় নির্দেশ জারি করেছেন ট্রাম্প। আর ট্রাম্পের এ সিদ্ধান্তে মন ভেঙ্গে গেল নোবেলবিজয়ী মালালা ইউসুফ জাই’র। এ প্রেক্ষিতেই তিনি ট্রাম্পকে তার সিদ্ধান্তের ওপর পুণর্বিবেচনা করার আহ্বান জানান। -হাফিংটন পোস্ট।
২৮ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে