শনিবার, ২৮ জানুয়ারী, ২০১৭, ০৫:৩৮:০৬

শরণার্থীদের নিরাপদ আশ্রয়স্থলের মার্কিন সীমান্ত খোলা রাখুন: ট্রাম্পকে জুকারবার্গ

শরণার্থীদের নিরাপদ আশ্রয়স্থলের মার্কিন সীমান্ত খোলা রাখুন: ট্রাম্পকে জুকারবার্গ

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে অভিবাসন ইস্যুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেয়া পদক্ষেপে উদ্বেগ প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জুকারবার্গ।

শুক্রবার ফেসবুক পেইজে দেয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রে শরণার্থীদের নিরাপদ আশ্রয়স্থলের জন্য সীমান্ত উন্মুক্ত রাখতে ট্রাম্পের প্রতি আহ্বান জানান তিনি।

এর আগে শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসলামি মৌলবাদী সন্ত্রাসীদেরকে যুক্তরাষ্ট্রের বাইরে রাখতে এক নির্বাহী আদেশে সাক্ষর করেন। ট্রাম্পের ওই সাক্ষরের পর ফেসবুকে স্ট্যাটাস দেন জুকারবার্গ। স্ট্যাটাসে লাখ লাখ অনিবন্ধিত মানুষ যারা যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি নন; তাদেরকে ফেরত না পাঠানোর আহ্বান জানান ফেসবুকের এ প্রধান নির্বাহী কর্মকর্তা।

অভিবাসন ইস্যু বিভিন্ন কারণে জুকারবার্গের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। অধিকাংশ প্রযুক্তি কোম্পানিতে ও ফেসবুকের উচ্চ-দক্ষতাসম্পন্ন প্রকৌশলীদের অনেকেই রয়েছেন যারা অভিবাসী।
২৮ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে