আন্তর্জাতিক ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, ‘এখন জাতির মাঝে দেয়াল সৃষ্টির সময় নয়।’
তেহরানে এক পর্যটন সম্মেলনে বলেন, ‘তারা ভুলে গেছে, বহু বছর আগেই বার্লিন দেয়াল ধসে পড়েছে। এখনো যদি জাতিতে জাতিতে এ ধরণের দেয়াল থাকে, তবে তা সরিয়ে ফেলতে হবে।’
ট্রাম্প যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ ও ইরানসহ সাতটি মুসলিম দেশের নাগরিকদের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা জারির ঘোষণার পর শনিবার তিনি এই মন্তব্য করলেন। রুহানি সরাসরি ভিসা নিষেধাজ্ঞার ব্যাপারে কোনো কথা বলেননি।
তবে তিনি বলেন, ২০১৫ সালে বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে একটি পরমাণু চুক্তিতে স্বাক্ষরের পর ইরান বিদেশী পর্যটকদের জন্য তার দ্বার উন্মুক্ত করেছে।
যুক্তরাষ্ট্রে ১০ লাখের বেশি ইরানি বাস করছেন। ট্রাম্পের এই ঘোষণায় অনেক ইরানি পরিবারের মাঝে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। ট্রাম্পের ভিসা নিষেধাজ্ঞায় অন্য যে দেশগুলো রয়েছে, সেগুলো হলো- ইরাক, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া ও ইয়েমেন। অন্তত ৯০ দিনের জন্য এই দেশগুলো থেকে কোনো শরণার্থী যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না।
২৮ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসএস