আন্তর্জাতিক ডেস্ক : বাবা গুরুতর অসুস্থ। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার টেস্টের সিরিজের আগে সুস্থ হয়ে ওঠা জরুরি। সেই কারণেই বাবার পাশে না থেকে রিহ্যাবের জন্য ভারতীয় দলের সঙ্গে ছিলেন মোহাম্মদ সামি। গতকাল বাবার মৃত্যুর খবর পাওয়ার পরেই তিনি বাড়ি ফিরেছেন। খবর এবিপির।
ভারতীয় দলের নির্ভরযোগ্য পেসার সামির ভাই মোহাম্মদ আসিফ বলেছেন, ‘বাবা দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। তার চিকিৎসার জন্য আমাদের দিল্লি যেতে হয়। গত মাসে বেঙ্গালুরু যাওয়ার আগে ভাই একবার এসেছিল। বাড়ির সবাই ওকে থেকে যেতে বলেছিল। কিন্তু ও জবাব দেয়, ভারতও আমার কাছে বাবার মতো। সেই কর্তব্যও উপেক্ষা করতে পারবে না সামি।’
চোটের জন্য মাঠের বাইরে থাকলেও, রিহ্যাবের জন্যই টিম ম্যানেজমেন্টের নির্দেশে দলের সঙ্গে ছিলেন সামি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে ফিট হয়ে ওঠাই তার লক্ষ্য। বাবার অসুস্থতার মধ্যেই তাই দলের সঙ্গে যোগ দেন এই পেসার।
এর আগেও জাতীয় দলের জন্য পারিবারিক সমস্যা উপেক্ষা করেছেন সামি। গত বছর ইডেনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচের সময় তার ১৪ মাস বয়সি মেয়ে গুরুতর অসুস্থ হয়ে আইসিইউ-তে ভর্তি ছিল। কিন্তু দলের কাউকে সেই কথা জানতে দেননি সামি।
প্রতিদিন খেলার শেষে একবার করে হাসপাতালে গিয়ে মেয়েকে দেখে আসতেন। সেই কারণেই আসিফ বলছেন, ‘আমি জানি, মাঠে ফেরার পর সেরা পারফরম্যান্স দেখাবে ভাই।’
২৮ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসএস