আন্তর্জাতিক ডেস্ক: নতুন ২০০০ টাকার নোট ফটোকপি করে দুই জন ব্যক্তি। এবং সেই টাকা আবার বাজারে চালিয়ে দেয় তারা। এই ভাবে বেশ কিছু দিন অবৈধ্য কাজ করার পর ধরা পড়ে তারা। পুলিশ সেই দুই জনকে আটক করে। নতুন ২০০০ টাকার নোটের রঙিন ফোটকপি করে বাজারে চালানোর অভিযোগ করা হয়েছে তাদের বিরুদ্ধে। মুম্বইয়ের এই দুই জাল নোটচক্রীকে ফটোকপি মেশিন এবং স্ক্যানার-সহ গ্রেপ্তার করেছে পুলিশ।
জেরায় দুই অভিযুক্ত রাজেন্দ্র তাখভলে এবং চেতন পাতিল স্বীকার করে নিয়েছে যে তারা নতুন ২০০০ টাকার নোট ফটোকপি করে জাল করত। আর সেই টাকায় তারা বিয়ার বারে ব্যবহার করত বলেও জানিয়েছে তারা। ইতিমধ্যে ২০০০ টাকার নোটের ৪০টি ফটোকপি বাজারে চালিয়েছে বলেও পুলিশকে জানিয়েছে রাজেন্দ্র এবং চেতন।
তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে ফটোকপি মেশিন, সাদা কাগজ এবং ৩০টি ২০০০ টাকার নোটের জাল কপি উদ্ধার করে পুলিশ। মুম্বইয়ের এই দুই ব্যক্তির বিরুদ্ধে আইপি ৪৮৯ (এ), (বি) এবং ৪২০ ধারায় মামলা রুজু করা হয়েছে।-সংবাদ প্রতিদিন
২৯ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/সবুজ/এসএ