আন্তর্জাতিক ডেস্ক: ভারতের বিধানসভা নির্বাচনের আগেই গোয়ায় বিরোধীরা হেরেছে! শনিবার গোয়ায় নির্বাচনী প্রচারে এসে একথাই বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আসন্ন নির্বাচনে বিজেপি এই রাজ্যে যথেষ্ট সুবিধাজনক অবস্থায় রয়েছে বলেও এদিন মন্তব্য করেন মোদি। তিনি আরও বলেন, নির্বাচনে পরাজয় আসন্ন জেনে বিরোধীরা বিভিন্ন অজুহাতে মানুষকে বিভ্রান্ত করছেন, খবরটি জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই।
প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন, গোয়াকে পর্যটকদের স্বর্গরাজ্য হিসাবে গড়ে তুলতে চায় বিজেপি। পর্যটকদের আনাগোনা বাড়লে অর্থনৈতিক দিক থেকেও লাভবান হবে গোয়া, যার সুফল সরাসরি পাবেন সেখানকার বাসিন্দারা। গোয়া প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কেন্দ্র সরকার কাজ করতে চায় বলেও এদিন আশা প্রকাশ করেছেন মোদি।
পানাজিতে মোদি এদিন বলেন, ‘আমাদের মতামত ভিন্ন হতে পারে, কিন্তু দেশের উন্নয়নের স্বার্থে আমরা একমত। ’ তিনি আরও বলেন, ‘ট্যুরিস্টদের ভিসা অন অ্যারাইভাল, ই-ভিসার মতো সুবিধা দেওয়া হবে যাতে এখানে তাঁরা ছুটে আসেন। ’ দেশকে মনোহর পারিকরের মতো একজন শক্তিশালী প্রতিরক্ষামন্ত্রী দেওয়ার জন্য গোয়ার মানুষকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী।-সংবাদ প্রতিদিন
২৯ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/সবুজ/এসএ