রবিবার, ২৯ জানুয়ারী, ২০১৭, ০৭:২৮:৫১

২ সন্তানসহ মা কে গলা কেটে হত্যা

২ সন্তানসহ মা কে গলা কেটে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক: জমি নিয়ে বিবাদ। আর সেই বিবাদের জেরে এবার এক গৃহবধূর গলা কেটে খুন করা হল। তাঁর সঙ্গে খুন করা হয়েছে তাঁর দুই সন্তান ও এক আত্মীয়কেও। ঘটনাটি ঘটেছে ওড়িশার বালাসোর জেলার জয়দেভ-কসবা এলাকায়। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।

পুলিস সূত্রে খবর, স্থানীয় বাসিন্দারা বালাসোর-গোপালপুর সড়কের ধার থেকে প্রতিভা মণ্ডল নামে ওই মহিলার কাটা মুণ্ডুটি উদ্ধার করার পরই তাঁর বাড়়িতে ছুটে যান। সেখানে গিয়ে জানতে পারেন প্রতিভা মণ্ডলের সঙ্গে খুন করা হয়েছে তাঁর ছেলে সুমন মণ্ডল ও মেয়ে সুজান মণ্ডলকেও। সেই সঙ্গে খুন করা হয়েছে তাঁদের আত্মীয় বিবেক মাঝিকে। তবে, কে বা কারা তাঁদের খুন করেছে তা বলতে পারেনি বাসিন্দারা।

খবর পেয়ে জয়দেভ-কসবা থানার পুলিশ তদন্তে নেমেছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। এদিকে বাসিন্দাদের অভিযোগ, থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে এলাকাটি হওয়া সত্ত্বেও কীভাবে এই ধরনের ঘটনা ঘটে গেল।-জিনিউজ

২৯ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে