আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফেডারেল আদালতে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকার একটি বিখ্যাত মুসলিম সংস্থা ‘কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স’ বা সিএআইআর।
গত শুক্রবার ট্রাম্প এক নির্বাহী আদেশে সই করে সাময়িকভাবে আমেরিকায় নতুন করে শরণার্থীদের প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছেন। পাশাপাশি তিনি বিশ্বের মুসলিম-প্রধান সাতটি দেশের নাগরিকদের আমেরিকায় প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন। এ ঘটনার পর সিএআইআর তাৎক্ষণিকভাবে ঘোষণা করে, তারা ট্রাম্পের এ পদক্ষেপ চ্যালেঞ্জ করবে। কারণ হিসেবে সংস্থাটি বলেছে, “নির্বাহী আদেশের মাধ্যমে মূলত মুসলিম-প্রধান দেশগুলোকে আমেরিকায় প্রবেশের ওপর নিষিদ্ধ করা হয়েছে।”
সিএআইআর’র জাতীয় আইন বিষয়ক পরিচালক লিনা মাসরি বলেন, “বহু বছর ধরে আমেরিকায় মুসলমানরা বৈষম্যের শিকার। এর মধ্যে নতুন নির্বাহী আদেশের মাধ্যমে মুসলমানদেরকে হামলা করা হয়েছে। এ অবস্থায় মার্কিন নাগরিকদের একসাথে জেগে ওঠা এবং রুখে দাঁড়ানো দরকার। সিএআইআর বলেছে, মামলার সাথে ২০ ব্যক্তি জড়িত এবং সোমবার বিষয়টি নিয়ে বিস্তারিত জানানো হবে।
সিএআইআর’র লিনা মাসরি বলেন, “ব্যাপক পরীক্ষা-নীরিক্ষার পর যেসব শরণার্থীকে আমেরিকায় আশ্রয় দেয়া হচ্ছে তারা আমাদের দেশের জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি- এমন কোনো প্রমাণ নেই।”
ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ক্যাটো ইনস্টিটিউটের তথ্য অনুসারে, যে সাতটি দেশের নাগরিকদের আমেরিকায় প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে ১৯৭৫ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত আমেরিকার মাটিতে এসব দেশের কোনো সন্ত্রাসীর হাতে মার্কিন নাগরিক নিহত হওয়ার কোনো রেকর্ড নেই। সূত্র : ওয়েবসাইট
২৯ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম