আন্তর্জাতিক ডেস্ক: পরপর ৩০টি গাড়ির সংঘর্ষে কমপক্ষে ২ জনের মৃত্যু হয়েছে। রবিবার ঘটনাটি ঘটেছে ভারতের জয়পুরের কাছে বাসসি ও কানোটার কাছে একটি সেতুর উপর। ঘটনায় আহত হয়েছেন তিরিশেরও বেশি মানুষ।
এদিন সকাল ন’টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে৷ ঘন কুয়াশার কারণেই এই ঘটনা বলে অনুমান পুলিশের৷ বেশ কিছু গাড়ি ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে৷ আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ ঘটনার পর ১১ নম্বর জাতীয় সড়কের বেশ কয়েক কিলোমিটার এলাকা জুড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়৷ পরে ক্রেনের সাহায্যে বিপর্যয় মোকাবিলা বাহিনির কর্মীরা ক্ষতিগ্রস্ত গাড়িগুলি সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
মৃতদের অনেকের পরিচয় পুলিশ এখনও জেনে উঠতে পারেনি৷ আহতদের মধ্যেও অনেকের অবস্থা আশঙ্কাজনক৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
২৯ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম