আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্য থেকে সৌদি আরবে একটি যুদ্ধবিমান পাঠানোর সময় বাধা দেওয়ার অভিযোগে দুইজন অ্যাক্টিভিস্টকে আটক করেছে পুলিশ। যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে বোমা ফেলার জন্যই এই বিমান পাঠানো হচ্ছিল, বলে অভিযোগ আটকদের।
জানা গেছে, আটক দুই ব্যাক্তি ল্যান্সশায়ারের বিমান ঘাঁটিতে প্রবেশ করে সৌদি আরবে পাঠানোর জন্য রাখা যুদ্ধবিমানটি নিরস্ত্র করার চেষ্টা করেন। ল্যান্সশায়ার পুলিশ দু’জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানায়, অপরাধ সংঘটনের দায়ে দুই ব্যাক্তিকে আটক করা হয়েছে। পুলিশ কর্মকর্তারা বিষয়টির তদন্ত করছে।
আটক ওই দুই ব্যাক্তি বলেন, ‘আমাদের এই চেষ্টা সৌদি আরবে যাতে এই যুদ্ধবিমান না পাঠানো হয়। আমরা হয়তো পুরোপুরি সফল হয়নি, তবে এই বিমান এখন সৌদিতে পাঠাতে আরও কয়েক সপ্তাহ সময় লাগবে।’
ল্যান্সশায়ার বিমান ঘাঁটির এক মুখপাত্র বলেন, ‘এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। আমরা তাদের তদন্ত কাজে সহায়তা করছি।’ খবর: গার্ডিয়ান।
৩০ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম