হযরত ইউসুফ (আ.)-এর সমাধিস্থলে আগুন, ৭ ইসরায়েলি নিহত
আন্তজার্তিক ডেস্ক: মুসলমানদের পবিত্র ভূমি জেরুজালেমের নাবলুস শহরের পশ্চিম তীরে অবস্থিত হযরত ইউসূফ (আ.) এর সমাধিস্থলে আগুন ধরিয়ে দিয়েছে ফিলিস্তিনি দাঙ্গাকারীরা। অগ্নিকাণ্ডের এ ঘটনায় সাত জন ইসরায়েলি নিহত হওয়ার পাশাপাশি আহতও হয়েছে বহু ইজরায়েলি। খবর বিবিসি।
খবরে বলা হয়, দাঙ্গাকারীরা মূলত ইহুদিদের ওপর আক্রোশ থেকেই সমাধিস্থলে আগুন জ্বালিয়ে দিয়েছে। তবে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
দীর্ঘদিন ধরেই ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনিদের মধ্যে দাঙ্গা ও সহিংসতার ঘটনা ঘটছে। এই সহিংসতা বন্ধে ফিলিস্তিনি নেতাদের আলোচনার আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু। তার এই আহ্বানের মাত্র কয়েক ঘণ্টা পরেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।
অবশ্য, সমাধিস্থলে এটাই প্রথম কোন হামলা নয়। এর আগে ২০০০ সালে এটি ধ্বংস করেছিল। এছাড়া এটি সংস্কারের পর গত বছরও এতে আগুন ধরিয়ে দেয়া হয়েছিল।
১৬ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ
�