সোমবার, ৩০ জানুয়ারী, ২০১৭, ০১:০৮:৫২

ভয়াবহ দাবানলের কবলে আমেরিকার একটি দেশ, পালাচ্ছে এলাকাবাসী, নিহত ১১

ভয়াবহ দাবানলের কবলে আমেরিকার একটি দেশ, পালাচ্ছে এলাকাবাসী, নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার দেশ চিলিতে বনাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়ানোর অভিযোগে ৪৩ জনকে আটক করা হয়েছে। দাবানলে ১১ জনের প্রাণহানি ও বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়।

চিলির প্রেসিডেন্ট মিশেল ব্যাচেলেট রোববার বলেন, চিলির দক্ষিণ ও মধ্যাঞ্চলের প্রায় সাতটি এলাকায় দুই সপ্তাহ ধরে আগুন জ্বলতে থাকে। এতে চার লাখ হেক্টরেরও বেশি এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে।

তিনি বলেন, দাবানল ছড়ানোর ঘটনায় সম্ভাব্য দায়বদ্ধতার অভিযোগে ৪৩ জনকে আটক করা হয়েছে।

দাবানলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ও’হিগিন্স, মাওলে ও বিওবিও এলাকা থেকে বেশিরভাগ সন্দেহভাজনকে আটক করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তাদের ২০ বছরের কারাদন্ড হতে পারে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ১৩০টি সক্রিয় দাবানলের মধ্যে ৫০টি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বাকি ৬৬ টি দাবানল এখনও জ্বলছে। ফলে বাড়িঘর ছেড়ে পালাচ্ছে সেখানকার বাসিন্দারা।

দাবানলের কারণে ক্ষতিগ্রস্তদের ত্রাণ সাহায্য দিচ্ছে চিলির সরকার। ক্ষতিগ্রস্তদের বেশিরভাগ হলেন কৃষক ও খামার মালিক। দাবানলে তাদের বাড়িঘর, গবাদিপশু ও জমির ব্যাপক ক্ষতি হয়েছে।

সামরিক ও পুলিশ বাহিনীর সদস্য, সরকারি কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দাসহ ১১ হাজারেরও বেশি মানুষ দাবানল নিয়ন্ত্রণে কাজ করছেন।
৩০ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে