সোমবার, ৩০ জানুয়ারী, ২০১৭, ০৮:৪২:৫৯

আমেরিকাতে এবার ভারতীয়দের প্রবেশের উপরেও জারি হচ্ছে নিষেধাজ্ঞা!

 আমেরিকাতে এবার ভারতীয়দের প্রবেশের উপরেও জারি হচ্ছে নিষেধাজ্ঞা!

আন্তর্জাতিক ডেস্ক: কয়েকটি মুসলিম দেশের অভিবাসন নিয়ম শক্ত করেই হাত গুটিয়ে নিচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ এবার তাঁর নজর ভারতীয়দের ভিসা দেওয়ার নিয়মকে পরিবর্তন করা৷ সেক্ষেত্রে H -1B ভিসার নিয়ম আরও কঠিন হতে চেলেছে৷ ফলে কর্ম উপলক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে চাওয়া ভারতীয় তথ্য প্রযুক্তি কর্মীদের উপর নেমে আসতে চলেছে ট্রাম্পের নিষেধাজ্ঞার খড়গ৷

মার্কিন প্রেসিডেন্টের আগামী পদক্ষেপ সংক্রান্ত কিছু তথ্য ফাঁস করেছে www.vox.com ৷ এই ওয়েব সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে, আইন করেই আমেরিকায় আসা অভিবাসী ও ভিনদেশী পেশাদারদের সংখ্যা কমানো হবে৷ রিপোর্টটি প্রকাশ হতেই আন্তর্জাতিক মহলে শোরগোল৷ বিশেষ করে ভারতীয় তথ্যপ্রযুক্তি মহল চিন্তান্বিত৷ তাদের উপরেই বেশি নির্ভরশীল মার্কিন মুলুকের তথ্য প্রযুক্তি শিল্প৷

নির্বাচনী প্রচারে বলেছিলেন, ভিনদেশীদের কর্মসংস্থান করা লক্ষ্য নয় বরং দেশের স্বার্থ দেখে অভিবাসন সংক্রান্ত নিয়ম আরও কড়া করা হবে৷ তখনই প্রশ্ন উঠেছিল, ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলে ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীরা বড়সড় ধাক্কা খেতে চলেছেন৷ কার্যত সেই ধাক্কা দিতে চলেছেন  ডোনাল্ড ট্রাম্প৷

www.vox.com এর রিপোর্ট অনুসারে H -1B ভিসা নিয়ে কাজ করতে আসা প্রত্যেক ভিনদেশী ও সংশ্লিষ্ট সংস্থার উপরে কড়া নজর রাখা হবে৷ গোয়েন্দাদের কড়া চোখ বিদেশী পড়ুয়ারাও ছাড় পাবে না৷

দেশের অভ্যন্তরে সন্ত্রাসবাদকে রুখতে সাতটি মুসলিম দেশের (ইরাক, ইরান, সিরিয়া, লিবিয়া, ইয়েমেন, সুদান ও সোমালিয়া) নাগরিকদের আপাতত মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা মিলবে না৷ প্রেসিডেন্ট পদে বসার এক সপ্তাহের মধ্যে এমনই জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প৷ পালটা ইরান সরকার তাদের দেশে মার্কিন নাগরিকদের ভিসা দেবেনা বলেই জানিয়েছে৷  তালিকা আরও বাড়তে চলেছে৷ জানা গিয়েছে,  মার্কিন প্রেসিডেন্টের পরবর্তী লক্ষ্য পাকিস্তান ও সৌদি আরবের নাগরিকদের আমেরিকায় অভিবাসন আটকে দেওয়া৷  এসবের মধ্যে, ভিসা দেওয়া  নিয়ে কড়া পদক্ষেপ নেওয়ার মুখে মার্কিন প্রেসিডেনট৷

H -1B ভিসা কী?

এটি পেশাদের জন্য প্রদান করা হয়৷
এর সাহায্যে মার্কিন মুলুকের কোম্পানিতে তিন বছর চাকরি করার অনুমতি দেওয়া হয়৷ মেয়াদ পার হওয়ার আগে নবীকরণ করাতে হয় ভিসা৷ নতুন অনুমতির মেয়াদও থাকে তিন বছর৷-কলকাতা২৪
৩০ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে