আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের লস্কর-ই-তৈবা প্রধান হাফিজ সাঈদকে গ্রেফতার করেছে পুলিশ। দেশটির লাহোরের কাছে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে তাকে আটক করা হয়েছে। লস্কর প্রধানের সঙ্গে তার ৫ সঙ্গীকেও আটক করা হয়েছে। খবর জিনিউজের।
পাকিস্তানের সংবাদ সংস্থার দাবি, ৬ মাসের জন্য হাফিজ সাঈদকে আটক করা হয়েছে। সম্প্রতি কোয়েটায় একটি জনসভায় ভাষণ দেন সাঈদ। পাক মিডিয়ার দাবি, এই ঘটনায় আইনভঙ্গের অভিযোগ আনা হয়েছে সাঈদের বিরুদ্ধে। প্রশাসনের এই নির্দেশের বিরুদ্ধে আগামিকাল আদালতের দ্বারস্থ হবেন সাঈদ। আচমকা সাঈদকে আটক করার খবরে চাঞ্চল্য ছড়িয়েছে।
ভারতের মুম্বাইয়ে ছাব্বিশ এগারোর হামলার মূল চক্রী হিসেবে হাফিজ সাঈদকে অভিযুক্ত করেছে ভারত। বহুবার ভারত তার বিরুদ্ধে অভিযোগ জানালেও, তা কানে তোলেনি পাকিস্তান। জঙ্গি ঘাঁটি থাকার অভিযোগে পাকিস্তানকেও কালো তালিকাভুক্ত করার ইঙ্গিত দিয়েছে আমেরিকা।
আপাতত পাকিস্তান থেকে যারা আমেরিকায় যাচ্ছেন, তাদের ওপর নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছে হোয়াইট হাউস। তবে কী ট্রাম্পের হুঁশিয়ারির জেরেই এই ধড়পাকড়? এমনই অনুমান কূটনৈতিক মহলের। তবে এখন পর্যন্ত পাকিস্তান সরকারের পক্ষ থেকে কোন প্রকার মন্তব্য পাওয়া যায়নি।
৩১ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসবি