মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০১৭, ০১:২৬:২৮

ট্রাম্প-নির্দেশ: মার্কিনগামী বিমান থেকে ২১ যাত্রীকে ফিরিয়ে দিল এয়ার ফ্রান্স

ট্রাম্প-নির্দেশ: মার্কিনগামী বিমান থেকে ২১ যাত্রীকে ফিরিয়ে দিল এয়ার ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনান্ড ট্রাম্পের নতুন অভিবাসন নীতির কথা মাথায় রেখে প্রয়োজনীয় বদলের সিদ্ধান্ত বিদেশি বিমানসংস্থাগুলির। সংবাদসংস্থা সূত্রে খবর, একদিকে মুসলিম-প্রধান দেশের ২১ যাত্রীকে মার্কিনগামী বিমানের থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় এয়ার ফ্রান্স। অন্যদিকে, বিমানের ক্রু সদস্যদের বদল ঘটিয়েছে এমিরেটস।

এয়ার ফ্রান্সের তরফে জানানো হয়েছে, শনিবার তারা ২১ জন যাত্রীকে মার্কিনগামী বিমানে ওঠার অনুমতি দেয়নি। সংস্থা জানায়, মার্কিন প্রশাসন নতুন নীতি ঘোষণার ফলে এই ব্যবস্থাগ্রহণ করা ছাড়া তাদের আর কোনও উপায় ছিল না।

বিমানসংস্থার এক মুখপাত্র জানান, ওই ২১ যাত্রীর নিরাপত্তাকে মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও, সেই যাত্রীদের পরিচয় প্রকাশ করা হয়নি। তবে, এটা জানানো হয়েছে, সকল যাত্রীই সেই সাত দেশের বাসিন্দা যাদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ট্রাম্প প্রশাসন।

অন্যদিকে, সংযুক্ত আরব আমিরশাহির উড়ানসংস্থা এমিরেটস তাদের মার্কিনগামী বিমানগুলির থেকে ফ্লাইট ক্রু সদস্যদের বদল ঘটিয়েছে। সংস্থা জানিয়েছে, নতুন মার্কিন নীতির কথা মাথায় রেখেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। জানা গিয়েছে, অন্যান্য আন্তর্জাতিক বিমান সংস্থাগুলিও একই পন্থা অবলম্বন করার পথে।

প্রসঙ্গত, শনিবার ইরাক, সিরিয়া, ইরান, সুদান, লিবিয়া, সোমালিয়া ও ইয়েমেনের ওপর তিন মাসের অভিবাসন নিষেধাজ্ঞা জারি করেন ডোনাল্ড ট্রাম্প।-এবিপি আনন্দ

৩১ জানুয়ারি, ২০১৭/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে