মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০১৭, ০১:৫৬:৩৬

ট্রাম্পের নিষেধাজ্ঞা থেকে রেহাই পেল না ৫ বছরের শিশুও!

ট্রাম্পের নিষেধাজ্ঞা থেকে রেহাই পেল না ৫ বছরের শিশুও!

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নিষেধাজ্ঞা থেকে রেহাই পেল না ৫ বছরের এক শিশুও। ওয়াশিংটন ডিসি-র ডালাস আন্তর্জাতিক বন্দরে প্রায় সাত ঘন্টা আটকে থাকতে হল ওই শিশুকে। বাইরে তখন অনিশ্চয়তায় আশঙ্কায় ছটফট করছেন তার মা। ওই মহিলা ইরানের নাগরিক। মা ও সন্তানের মধ্যে সাত ঘন্টার এই বিচ্ছেদ যে কতটা যন্ত্রনাদায়ক ছিল তা ভাষায় প্রকাশ করা কার্যত অসম্ভব।

দীর্ঘ টানাপোড়েনের পর ছেলেকে যখন কোলে পেলেন মা, তখনকার দৃশ্য ছিল তীব্র আবেগপূর্ণ। মা ও ছেলের এই মিলন সারা বিশ্বেরই নজর কেড়েছে। এজন্যই তাকে চরম লাঞ্ছনার মুখে পড়তে হল। মার্কিন কংগ্রেসের সেনেটর ক্রিস ভ্যান হোলেন ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন যে, ওই শিশুটি মার্কিন নাগরিক ও মেরিল্যান্ডের বাসিন্দা। পরিবারের অন্য এক সদস্যর সঙ্গে আমেরিকায় এসেছিল সে। বিমানবন্দর কর্তৃপক্ষকে আগে থেকেই তার আসার বিষয়টি জানানো হয়েছিল। কিন্তু এরপরও শিশুটিকে বিমানবন্দরেই আটকে থাকতে হল দীর্ঘ সাত ঘন্টা। তাকে ছাড়া হবে কিনা, তা নিয়ে চলে তীব্র টানাপোড়েন।

ভ্যান হোলেন তাঁর পোস্টে ট্রাম্পের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। শিশুটি বিমানবন্দরের বাইরে বেরোতেই মা তাঁকে কোলে তুলে আদরে ভরিয়ে দিলেন। আর পরিবারের অন্যান্য সদস্যরা বেলুন উড়িয়ে গান ধরলেন- হ্যাপি বার্থ ডে টু ইউ। জন্মদিনে এমন শিশুটিকে যে অবস্থার মধ্য দিয়ে যেতে হল, তা কোনওভাবেই সমর্থনযোগ্য নয়। ছেলেকে ফিরে পাওয়ার পর অবশ্য তার মা সাংবাদিকদের সঙ্গে কোনও কথা বলেননি।-এবিপি আনন্দ

৩১ জানুয়ারি, ২০১৭/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে