মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০১৭, ০৭:২৩:২৪

পরমাণু অস্ত্র নিয়ে পাকিস্তান যা করতে চায়

পরমাণু অস্ত্র নিয়ে পাকিস্তান যা করতে চায়

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের পরমাণু অস্ত্র নিয়ে এত বাড়াবাড়ি বন্ধ হবে যে অনেকদিন আগেই। ১৯৮৪ সালে পাকিস্তানের সবথেকে গুরুত্বপূর্ণ পরমাণু গবেষণাগারে হামলার সব ছক কষে ফেলেছিল ভারতীয় বায়ুসেনা। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ সম্প্রতি ওই বছরেরই একটি রিপোর্ট প্রকাশ করেছে। আর সেখান থেকে উঠে এসেছে এই তথ্য। ইন্দিরা গান্ধীকে হত্যার পরেই এই পরিকল্পনা করেছিল বায়ুসেনা। এমন এক হামলার গোপন ছক বানানো হয়েছিল যাতে আগামী কয়েক বছরেও মাথা তুলে দাঁড়াতে না পারে পাকিস্তানের পরমাণু গবেষণা।

ওই নথিতে লেখা হয়েছে, আচমকা ভারতের পক্ষ থেকে হামলা হতে পারে। পাকিস্তানের পক্ষে সেই সময় ভারতের ওই শক্তি প্রতিহত করা সম্ভব ছিল না। পাশাপাশি, ওই নথিতে আরও লেখা আছে যে, সেইসময় পাকিস্তানের হাতে ছিল F-16 যুদ্ধবিমান। আর ভারত রাশিয়ার কাছ থেকে MIG 29 কেনার জন্য অপেক্ষা করছিল। কাহুতা নিউক্লিয়ার প্লান্ট ও PINSTECH গবেষণাগারে এই হামলা চালানো হবে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। দুটি জায়গাই ভারত থেকে ৩০ মিনিট বিমানের দূরত্বে। ১৯৮৪-র ওই রিপোর্ট বলছে, পাকিস্তানের থেকে অনেক বেশি শক্তিশালী ছিল ভারতীয় বায়ুসেনা।

পাকিস্তান ওই সময় না পারত আক্রমণ ঠেকাতে, না পারত ভয় দেখাতে। MIg-23 ও জাগুয়ার নিয়েই ওই হামলা চালানো হবে বলে ঠিক হয়েছিল। ওই বছরের নভেম্বর থেকে ৮৫-র ফেব্রুয়ারির মধ্যে হামলা হবে বলে মার্কিন গোয়েন্দাদের কাছে খবর ছিল।-কলকাতা২৪

৩১ জানুয়ারী ২০১৭/এমটি নিউজ২৪ ডটকম/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে