আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার মূল পরিকল্পক হিসেবে সন্দেহে থাকা হাফিজ সাঈদকে গতকাল সোমবার রাতে পাকিস্তানের লাহোরে গৃহবন্দী করা হয়েছে। পাকিস্তানের ওপর ট্রাম্প প্রশাসনের ক্রমশ বাড়তে থাকা চাপে সন্ত্রাসবিরোধী আইনে হাফিজ সাঈদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়।
হাফিজ সাঈদ পাকিস্তানের উগ্রপন্থী সংগঠন জামায়াত উদ দাওয়ার প্রধান। হাফিজ সাঈদের সঙ্গে আরও চারজনকে বন্দী করা হয়।
পুলিশের এক কর্মকর্তার বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া অনলাইনের খবরে জানানো হয়, পাকিস্তানের কট্টরপন্থী সংগঠন লস্কর-ই-তাইয়েবার (এলইটি) সহযোগী প্রতিষ্ঠাতা সাঈদের বাসভবনকে সাবজেল ঘোষণা করা হয়েছে।
সাঈদের বিরুদ্ধে ভারতের অভিযোগ, তিনিই ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাই হামলার মূল ষড়যন্ত্রকারী।
৩১ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এআর