মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০১৭, ১০:৪৮:৫২

ক্ষমতা হস্তান্তরের ১০ দিনের মাথায় ট্রম্পের বিপক্ষে অবস্থান ওবামার

ক্ষমতা হস্তান্তরের ১০ দিনের মাথায় ট্রম্পের বিপক্ষে অবস্থান ওবামার

আন্তর্জাতিক ডেস্ক: এবার যুক্তরাষ্ট্রের সদ্য দায়িত্ব নেওয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে মুখ খুলেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। ক্ষমতা হস্তান্তর করে ওয়াশিংটন ছাড়ার ১০ দিনের মাথায় তিনি প্রকাশ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে অবস্থান নিয়েছেন। ট্রাম্পের নির্বাহী আদেশে ক্ষুব্ধ অভিবাসীদের পাশে দাঁড়ালেন।

স্থানীয় সময় গতকাল সোমবার বারাক ওবামার মুখপাত্র কেবিন লুইস বলেছেন, অভিবাসী ইস্যুতে ট্রাম্পের নির্বাহী আদেশ বারাক ওবামার নির্বাহী আদেশের অনুরূপ—এমন প্রচারণা চলছে। ট্রাম্পের দাবি, ওবামা ২০১১ সালে বেশ কয়েকটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষদ্ধ করেছিলেন। এতে ওবামা আহত হয়েছেন।

কেবিন লুইস আরও বলেন, ওবামা তাঁর বিদায়ী বক্তব্যে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের পাহারাদার হিসেবে নাগরিকদের দায়িত্ব শুধু নির্বাচন করা নয়; নাগরিকদের সক্রিয় থাকতে হবে।

অভিবাসনসংক্রান্ত নির্বাহী আদেশের প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ চলছে। সেদিকে ইঙ্গিত করে ওবামা বলেছেন, নাগরিকেরা তাঁদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করছেন। সমাবেশ করছেন। তাঁদের বক্তব্য জনপ্রতিনিধিদের মাধ্যমে তুলে ধরার চেষ্টা চালাচ্ছেন। যুক্তরাষ্ট্রের মূল্যবোধ যখন প্রশ্নবিদ্ধ, তখনই এমনটা হওয়া উচিত।
৩১ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে