আন্তর্জাতিক ডেস্ক: কানাডার কুইবেকে মসজিদে গুলি করে ৬ জনকে হত্যার ঘটনায় একজন সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। তার নাম আলেকজান্দ্রে বিসোনেট (২৭)। তার বিরুদ্ধে ৬টি হত্যা ও ৫টি হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।
রোববার সন্ধ্যায় ইসলামিক কালচারাল সেন্টারে হামলার পরপরই স্থানীয় লাভাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আলেকজান্দ্রেকে সনাক্ত করে পুলিশ। হামলার পর ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়।
সোমবার ফরাসি বংশোদ্ভূত এ কানাডীয় ছাত্রকে আদালতে তোলা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে হামলার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেন আলেকজান্দ্রে।
স্থানীয় সময় রোববার রাত ৮টায় কুইবেকের প্রধান মসজিদে নির্বিচারে গুলি চালান একজন বন্দুকধারী। এতে মারা যান ৬জন মুসুল্লি। আহত অন্তত ১৯ জন। নিহতদের মধ্যে ৪ জন কানাডীয়, দু’জন ঘানার নাগরিক।
৩১ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর