বুধবার, ০১ ফেব্রুয়ারী, ২০১৭, ১২:৩৬:২৩

মোদি-ট্রাম্পের বন্ধুত্বেই গৃহবন্দি লস্কর প্রধান!

মোদি-ট্রাম্পের বন্ধুত্বেই গৃহবন্দি লস্কর প্রধান!

আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘদিন ধরেই সইদকে আন্তর্জাতিক জঙ্গি তকমা দেওয়ার আর্জি জানিয়েছে ভারত৷ কিন্তু ভারতের সে আবেদন গ্রাহ্য করা হয়নি৷ মুম্বই হামলার মূলচক্রী হাফিজের মুক্তাঞ্চল ছিল পাকিস্তান৷ এ ব্যাপারে পাকিস্তানের পাশেই ছিল চিন৷ চিনের হস্তক্ষেপেই নিরাপদ ছিল সাঈদ।

তবে মার্কিন রাজনীতিতে পালাবদলের পরই সমীকরণগুলো বদলাতে থাকে৷ চিনের ঔদ্ধত্যে বিন্দুমাত্র খুশি নন নব্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প৷ দক্ষিণ চিন সাগর নিয়ে ইতিমধ্যেই চিনকে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ট্রাম্প৷ এদিকে ওবামার বিদায়ের পরও ভারতের সঙ্গে মার্কিন সখ্যতা অব্যাহত৷ ট্রাম্পের জেতার পর যে ক’জন কূটনীতিক তাঁকে অভিনন্দন জানিয়েছিলেন, তাঁদের মধ্যে অন্যতম মোদি।

বন্ধুতার প্রতিদান দিয়ে ট্রাম্পও পাল্টা ফোন করেছিলেন মোদিকে৷ ভারত-মার্কিন সখ্যতার এই সম্পর্ক আন্তর্জাতিক মহলে এখন প্রতিষ্ঠিত। এই খেসারতই সাঈদকে দিতে হচ্ছে বলে ভিডিওতে অভিযোগ তার। তার দাবি, মোদির সঙ্গে ট্রাম্পের বন্ধুত্বের জেরেই, সাঈদকে নজরবন্দি করায় চাপ দেওয়া হয়েছে মার্কিন প্রশাসন থেকে৷ তার জেরেই এই পদক্ষেপ।-সংবাদ প্রতিদিন

০১ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে